প্রজাতন্ত্র দিবসে কুকুরের ছবি পোস্ট! সোশ‍্যাল মিডিয়ায় তুলোধনা মীরকে

বাংলাহান্ট ডেস্ক: ফের সোশ‍্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন মীর আফসার আলি (mir afsar ali)। ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে (republic day) কুকুরের ছবি পোস্ট করে দেশবাসীকে বার্তা দেওয়ার চরম ট্রোলের (troll) শিকার হলেন মীর। সোশ‍্যাল মিডিয়ায় মীরের উদ্দেশে তীব্র সমালোচনা শুরু করেছে নেটিজেনদের একাংশ।

ঠিক কি করেছেন মীর? আসলে প্রজাতন্ত্র দিবসে যখন সকলে সোশ‍্যাল মিডিয়ায় জাতীয় পতাকার ছবি পোস্ট করে বা অন‍্য ভাবে শুভেচ্ছা জানাচ্ছে তখন বেশ ব‍্যতিক্রমী পোস্ট করতে দেখা গেল মীরকে। অবশ‍্য এমনটা তাঁর কাছ থেকে অনভিপ্রেত নয়। এর আগেও দূর্গাপুজোয় বা বড়দিনে ব‍্যতিক্রমী পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন মীর।

এবারেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। প্রজাতন্ত্র দিবসে দুটি কুকুরের ছবি পোস্ট করে মীর লেখেন, ‘ওই দেখ। আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা। আবার তো কাল সকাল থেকে ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে! আমরাই ভাল রে। অন্তত এদের মত দু-মুখো নই।’

IMG 20210126 163237
ব‍্যস, এতেই ক্ষেপেছেন নেটজনতার একাংশ। প্রজাতন্ত্র দিবসে অন্তত কুকুরের ছবি নাই পোস্ট করতে পারতেন। আবার একজন লিখেছেন, ভারতে শুধু মাত্র হিন্দু ধর্মের প্রতি খিল্লি করেই সেক‍্যুলার হওয়া যায়। নিজের ধর্মের কোনো উৎসবে মীরকে কখনো এমন মস্করা করে পোস্ট করতে দেখা যায়নি বলেই অভিযোগ নেটজনতার। আবার অনেকে প্রশংসাও করেছেন মীরের। খুব সহজ ভাবে বর্তমানের ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলে মন্তব‍্য করেছেন অনেকে।

এর আগে বড়দিনে স‍্যান্টা সেজে ছবি পোস্ট করায় মৌলবাদীদের কটাক্ষের সম্মুখীন হন মীর। একজন লেখেন, ‘আপনি বড়দিন আর দূর্গাপুজোয় এমন কমেডি করে ছবি পোস্ট করেন। অথচ ইদে কেন করেন না?’ আবার আরেকজন লেখেন, অপর ধর্মের রীতিনীতি অনুসরণ করা ইসলাম ধর্মে নিষেধ। মীর শুধু নামেই মুসলমান। এমন কটাক্ষও উড়ে আসে সোশ‍্যাল মিডিয়ায়।

এর আগে দূর্গাপুজোর সময় নেটজনতাকে শুভেচ্ছা জানিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মীর। ধর্মীয়, সাম্প্রদায়িক বিষয় নিয়ে অযথা তামাশা ও দ্বৈত মনোভাব পোষন করার অভিযোগ এনে মীরকে কাঠগড়ায় দাঁড় করায় নেটিজেনদের একাংশ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর