‘বেঁচে থাকতে কিছু করুন, মৃত্যুর পর কান্নাকাটি করবেন না” করোনা নিয়ে মোদীকে খোঁচা মীরের

বাংলা হান্ট ডেস্কঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মারণ সংক্রমণে এই মুহূর্তে জর্জরিত গোটা দেশ। প্রথম ঢেউ কোনভাবে সামলানো গেলেও দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো আতঙ্কিত দেশবাসী। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তেমনি অন্যদিকে বাড়ছে মৃত্যুও। উত্তরপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে মৃত্যুর সংখ্যা এতটাই বেশি যে শব দেহের সৎকার্য পর্যন্ত হচ্ছে না সঠিকভাবে গঙ্গা যমুনার জলে রোজই ভাসছে সংক্রমিত মৃত মানুষের লাশ। দেশজুড়ে প্রায় বিরাজমান শ্মশানের শান্তি। এমনকি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে প্রাণবায়ু অক্সিজেনকে ঘিরেও। চিকিৎসা ক্ষেত্রে দশা বেহাল। আক্রান্তদের সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, হাসপাতাল নার্সিং হোমের বেড না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ধরে পড়ছেন কাতারে কাতারে মানুষ। বীভৎস পরিস্থিতি তৈরি হয়েছে দেশের রাজধানী দিল্লিতেও।

ব্যতিক্রম নয় আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গও। গতকালই ফের রেকর্ড ভেঙে সংক্রমিত হয়েছেন কুড়ি হাজারেরও বেশি মানুষ। এমতাবস্থাতেও দেশের প্রধানমন্ত্রী মেতে রয়েছেন নিজের স্বপ্নের আবাসনের কাজ নিয়ে। একদিকে যখন বিধ্বস্ত দেশ তখনো বন্ধ হয়নি  ‘সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট’ প্রোজেক্ট। শুধু তাই নয় জরুরী ভিত্তিতে কাজের তালিকাতেও যুক্ত করা হয়েছে এই প্রোজেক্টকে। দেশ যখন হাসপাতালের অভাব, শয্যার অভাব, চিকিৎসকের অভাবে জর্জরিত তখন ঐ কোটি টাকার প্রোজেক্টকে অত্যাবশ্যকীয় তালিকায় অন্তর্ভুক্ত মেনে নিতে পারেননি অনেকেই। এই মুহূর্তে বিনিয়োগ দরকার স্বাস্থ্য ক্ষেত্রে। ভেঙে পড়া অর্থনীতিকে সামাল দিতে মানুষের হাতে প্রয়োজন টাকা। কিন্তু তা যেন নজর এড়িয়ে গেছে প্রধানমন্ত্রীর।

এই কারণে বিদ্বতজন মহলে একাধিকবার সমালোচিতও হয়েছেন তিনি। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলো আরো একটি নাম। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন কৌতুক অভিনেতা মীর আফসার আলী। এদিন একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বেঁচে থাকতে জিজ্ঞেসও করেননি, এখন মৃত্যুর পর শোকপালন করতে এসেছেন… সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বিনীত নিবেদন, মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না! বেঁচে থাকতেই দয়া করে তাঁদের জন্য কিছু করুন।”

https://www.facebook.com/184276174917686/posts/5972661992745713/?sfnsn=wiwspmo

প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় প্রথম ঢেউয়ের সময়ও থালা বাজানো এবং প্রদীপ জ্বালার অনুষ্ঠানে বিশ্ববাসীকে সংযুক্ত হতে বলে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন মোদি। সকলেই বলেছিলেন দেশের একতার জন্য আপনার কথায় আমরা একশো ভাগ রাজি। কিন্তু এই মুহূর্তে চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন মানুষের মুখের খাবার পৌঁছে দেওয়া সব থেকে জরুরি। তাই এজন্য আগে কিছু করুন। এবারও ফের একবার মীরের অনুরাগী নেটিজেনদের দ্বারাও চূড়ান্ত সমালোচিত হলেন প্রধানমন্ত্রী।

অনেকে টেনে আনলেন ভয়ঙ্কর সেই নিরোর উদাহরণও। কথায় আছে রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আজও সেই প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হন অনেকেই। দেশ পুড়ছে কোভিডের আগুনে। এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন প্রত্যেকেরই। যিনি দেশের প্রধান সেবক, তিনিই তো সামনে থেকে নেতৃত্ব দেবেন এ সময়। কিন্তু এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ধরনের কর্মকাণ্ড মেনে নিতে পারেননি অনেকেই। এর আগেই জাহাপানা বলে তার সমালোচনায় মুখর হয়েছিলেন সায়নী ঘোষের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো মীরের নামও।

 


Abhirup Das

সম্পর্কিত খবর