বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভাগ্য যে কখন কোন ফকিরকে রাজা বা রাজাকে ফকিরে পরিণত করবে, এই জাতীয় কথা আগে থেকে কেউ বলতে পারে না। ঠিক এমন ঘটনাই ঘটেছে সুন্দরবনের বাসন্তী থানা এলাকার ভাঙনখালি গ্রামের মিরাজ লস্করের (Miraz Laskar) সাথে। সাধারণ দর্জির কাজ করতেন তিনি। এরই মধ্যে আইপিএল (IPL 2023) একদিনে বদলে দিয়েছে তার ভাগ্য এবং বর্তমানে তিনি একটি ঝাঁ চকচকে বহুমূল্যবান গাড়ির মালিক।
এক চিলতে মাটির বাড়িতে নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন মিরাজ। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ভারতের খেলা হোক বা আইপিএল কোন ম্যাচ বাদ দেন না তিনি। কিন্তু বুঝতেই পারেননি যে একদিন এই খেলা দেখতে দেখতেই তার জীবন বদলে যাবে।
আইপিএলের অনলাইন সম্প্রচারের দায়িত্ব এবার জিও সিনেমার কাঁধে। ম্যাচ চলাকালীন দর্শকদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে এবার ‘জিতো ধন ধনা ধন’ নামের একটি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে সেখানে কিছু অত্যন্ত সাধারণ প্রশ্নের জবাব দিতে হবে দর্শকদের। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবেন, তার জন্য থাকবে পুরস্কার হিসেবে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং বহুমূল্যবান গাড়ি।
মিলাদ জানিয়েছেন গত ১৫ই এপ্রিল অর্থাৎ ১লা বৈশাখের দিন তিনি কাজ করতে করতে জিও সিনেমার ম্যাচ দেখতে দেখতে এই খেলাটি খেলছিলেন। সেদিন মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লী ক্যাপিটালস। ম্যাচটি শেষ হওয়ার পর তাকে ফোন করে জানানো হয় যে তিনি সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তাই পুরস্কার হিসেবে তিনি পেয়ে যাচ্ছেন একটি মারুতি সুজুকি ব্যালেনো।
খুব স্বাভাবিকভাবেই মিরাজ এবং তার আত্মীয় স্বজনরা অত্যন্ত খুশি। তিনি জানিয়েছেন যে মুম্বাই থেকে গাড়ি কালীঘাটের শোরুমে আসার পর আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে। বাড়িতে কিছুটা খালি জায়গা আছে যেখানে তিনি এই গাড়িটি রাখবেন। নাইট রাইডার্স প্রিয় দল হলেও বিরাট কোহলি তার প্রিয় ক্রিকেটার। তাই তার ম্যাচে এই পুরস্কার জিততে পেরে খুশি মিরাজ। এখন চেষ্টা করছেন দ্রুত নিজের ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেওয়ার।