বাংলাহান্ট ডেস্ক: ফের মর্মান্তিক খবর বলিউডে। প্রয়াত হলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ (mirzapur) খ্যাত অভিনেতা ব্রহ্ম মিশ্র (bramha mishra)। সিরিজে ‘ললিত’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের বাড়ির শৌচাগারে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৩৬। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত্যুর তিন দিন পর মুম্বইয়ের ভারসোভায় অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ। মরদেহে নাকি পচন ধরতে শুরু করেছিল। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেছিলেন। অটোপসির জন্য পুলিস কুপার হাসপাতালে পাঠিয়েছে দেহ। যা খবর মিলেছে, গত ২৯ নভেম্বর বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান ব্রহ্ম মিশ্র। কিছু ওষুধ লিখে দেওয়ার তাঁকে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক।
মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। ভোপালে তাঁর ভাই সন্দীপ মিশ্রকে খবর পাঠানো হয়েছে। তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন বলে খবর। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য স্ট্রাগল করছিলেন ব্রহ্ম মিশ্র। গত চার বছর ধরে ওই ফ্ল্যাটেই তিনি ভাড়া থাকতেন। মির্জাপুর তাঁকে পরিচিতি এনে দিয়েছিল।
আচমকা এমন দুঃসংবাদে মন খারাপ ওয়েব সিরিজের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। মুন্না ত্রিপাঠী ওরফে অভিনেতা দিব্যেন্দু ব্রহ্ম মিশ্রর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান। পর্দার ‘ললিত’এর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ব্রহ্ম মিশ্রর আত্মার শান্তি কামনা করি। আমাদের ললিত আর নেই। ওঁর আত্মার শান্তি কামনা করুন সকলে।’ শোক প্রকাশ করেছেন শ্বেতা ত্রিপাঠী ও শ্রিয়াও।
উল্লেখ্য, মির্জাপুর ছাড়াও ‘দঙ্গল’, ‘মাঞ্ঝি দ্য মাউন্টেন ম্যান’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’, ‘হ্যালো চার্লি’র মতো ছবিতেও অভিনয় করেছেন ব্রহ্ম মিশ্র। তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিপাড়ায়। শোকপ্রকাশ করেছেন অনুরাগীরাও।