বাংলাহান্ট ডেস্ক: বিনোদনের অন্যতম মাধ্যম এখন OTT প্ল্যাটফর্ম। সবকিছুর ডিজিটালাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে বিনোদন দুনিয়াও ঝুঁকছে ডিজিটালের দিকে। বিশেষ করে লকডাউনের সময়ে বিভিন্ন ভাষার ওয়েব সিরিজগুলির (Web Series) জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। হিন্দি ভাষায় সবথেকে জনপ্রিয় ওয়েব সিরিজগুলির তালিকায় প্রথম দিকেই থাকবে ‘মির্জাপুর’ (Mirzapur) এর নাম।
অ্যাকশন, ক্রাইম, যৌনতা, বিতর্কের মিশেলে বিনোদনের ভরপুর যোগান দিয়েছে মির্জাপুর। কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিতের মতো চরিত্রগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে একটি চরিত্রের কথা না বললেই নয়। তিনি রাধিয়া। কালীন ভাইয়া অর্থাৎ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিচারিকার চরিত্রে অভিনয় করেছিলেন প্রশংসা শর্মা।
ক্যামেরার সামনে ও পেছনে অভিনেতা অভিনেত্রীদের জীবনে আকাশ পাতাল ফারাক হয়। এর বড় উদাহরণ প্রশংসা। সিরিজে পরিচারিকার চরিত্রে এক্কেবারে সিধেসাধা লুকে দেখা গিয়েছিল তাঁকে। দুরন্ত অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছিলেন প্রশংসা। বাস্তবে তাঁকে দেখলে ‘চাকরানী’ হিসাবে চেনা দায় হবে!
যথেষ্ট সফল এবং জনপ্রিয় অভিনেত্রী প্রশংসা। মির্জাপুর তাঁকে জনপ্রিয়তার চূড়ায় তুলেছে। এছাড়াও অফিস-অফিস, ফোর মোর শটস প্লিজ, অবৈধ জাস্টিস, আউট অফ অর্ডারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রশংসা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন প্রশংসা।
এখনো পর্যন্ত দুটি সিজন এসেছে মির্জাপুর এর। সময়ে সময়ে বিতর্কেও জড়িয়েছে এই সিরিজ। এমনকি লভ জিহাদের ঘটনায় নাম জড়িয়েছিল এই সিরিজের। মুন্না ত্রিপাঠীর থেকে অনুপ্রাণিত হয়েই এক তরুণীর খুন করেছিলেন, এমন কথা নিজেই স্বীকার করেছিলেন হত্যাকারী। তবে মির্জাপুরকে আটকানো যায়নি।