এই মুহূর্তে মিসবা-উল-হক হলেন পাকিস্তানি ক্রিকেটের সবথেকে ক্ষমতাশালী ব্যাক্তি।

বেশ কয়েক বছর ধরে আইসিসি-র বিভিন্ন টুর্ণামেন্টে পাকিস্তানী ব্যাটিং লাইন আপকে মুখ থুবরে পড়তে দেখা গিয়েছে ভালো ভালো বোলিংয়ের কাছে। আর এবার সেই জন্যই পাকিস্তান দল তাদের টিমের ভবিষ্যৎ তুলে দিলেন তাদেরই এক পুরনো খেলোয়াড়ের হাতে। এবার পাকিস্তান দলের প্রধান নির্বাচক এবং হেড কোচ নির্বাচিত হলেন মিসবা -উল- হক। আর একসাথে এই দুটি বড় পদে থাকার কারণে এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের সব থেকে ক্ষমতাসীন ব্যক্তি হলেন উনি।

পাকিস্তানী ক্রিকেট বোর্ডের তরফ থেকে মিসবা -উল- হকের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে আগামী তিন বছরের জন্য। এছাড়াও বোলিং কোচের দায়িত্বে রয়েছেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। এই নিয়ে পরপর পঞ্চম বারের জন্য পাকিস্তানি কোচিং ইউনিটে নাম লেখালেন ওয়াকার।

IMG 20190904 172139

মিসবা উল হকের কাঁদে এই মুহূর্তে পাকিস্তানের হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব রয়েছে। এছাড়াও আরো 6 টি ঘরোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে থাকবেন মিসবা।

এই মিসবাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেই দেশের সবথেকে সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে গণ্য করা হয়েছে। তার ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়ক হিসাবে মিসবা মোট 56 টি টেস্ট খেলেছেন এবং সেখানে জয়ের মুখ দেখেছেন 26 টি টেষ্টে, হেরেছেন 19 টি টেষ্ট ম্যাচে এবং বাকি 11 টি টেস্ট ম্যাচ ড্র করেছে।

মিসবা তার ক্রিকেট কেরিয়ারে 75 টি টেষ্ট ম্যাচ খেলে করেছেন 5222 রান। অপরদিকে 162 টি একদিনের ম্যাচ খেলে তার সংগ্রহ 5122 রান। তিনি খেলেছেন 39 টি টি- টোয়েন্টি ম্যাচ সেখানে উনার সংগ্রহ 715 রান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর