বাংলাহান্ট ডেস্কঃ শীতের রাত, ঘড়ির কাঁটা ১০ টার ঘর ছুঁলেই এখন রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। আর এই সুযোগটাই নিল দুষ্কৃতীরা। সুযোগ বুঝে ঢুঁ মারল বিরিয়ানির দোকানে (biriyani shop)। দোকানে ঢুকে কর্মীদের মারধর করে, সেখান থেকে সুস্বাদু বিরিয়ানি এবং সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল।
ঘটনাটি ঘটেছে দমদমের (dumdum) ঘোষপাড়া এলাকায়। সূত্রের খবর, শনিবার রাত ১০ টা নাগাদ আততায়ীরা আচমকাই বিরিয়ানির দোকানে ঢুঁকে কর্মীদের মারধোর করে, বিরিয়ানি সহ কিছু জিনিস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেইসঙ্গে দোকানে লুটপাটও চালায় তাঁরা।
এখানেই শেষ নয়, বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে আবার ওই এলাকায় তান্ডব চালায় দুষ্কৃতী দল। দোকানপাঠে হামলা করার পাশাপাশি ভাঙচুর করে বেশ কয়েকটি বাইক। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। শীতের রাতে এমনিতেই রাস্তাঘাটে মানুষজন কম চলাচল করেন। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে হাজির হন দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর রাজু সেন শর্মা। ঘটনার বিষয়ে সবিস্তারে শোনেন। খবর দেওয়া হয় থানায়ও। ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে পুলিশ। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার না করা হলেও, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শণাক্তকরণের কাজ চলছে।
অনেকের ধারণা, বিরিয়ানি এতোটাই লোভনীয় এবং সুস্বাদু খাবার, তা দেখে আর লোভ সামলাতে পারেনি দুষ্কৃতীরা। রাস্তা ফাঁকা থাকার সুযোগেই তাঁরা দোকানে ঢুকে বিরিয়ানি এবং সঙ্গে কিছু জিনিস নিয়ে চম্পট দেয়।