বাংলাহান্ট ডেস্কঃ দোকানে ঢুকেই প্রথমে হাত স্যানেটাইজ করে নিল, এরপরই বের করল বন্দুক। ভয় দেখিয়ে লুট করল লক্ষ টাকার গহনা এবং নগদও। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এমনই এক ভাইরাল ভিডিও (Viral video) ঘুরে বেড়াচ্ছে, যার বিষয়বস্তু খানিকটা এরকমই।
করোনা আবহে মাস্ক ব্যবহার এখন বাধ্যতা মূলক হয়ে দাঁড়িয়েছে। কোথাও বেরোবার আগে যেমন সকলে মাস্ক পড়তে ভুলছেন না, তেমনই কিন্তু কোন দোকানে গেলে আগেই তারা কেউ স্যানেটাইজার স্প্রে করে দিচ্ছে, আবার কোথাও টেম্পারেচার চেক করছে। সেরকমই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের এক সোনার দোকানের তারা দোকানে আগত সকলেই স্যানেটাইজার দিচ্ছিল জীবাণু নাশ করবার জন্য। কিন্তু একি, হাতে স্যানেটাইজার মেখে ক্রেতা সেজে দোকানে ঢুকে পড়ল একদল দুষ্কৃতি।
দোকানে ডাকাতির ভিডিও ভাইরাল
সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ের এক সোনার দোকানের ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোজকারের মত সেদিনও দোকান খুলেছিলেন দোকানের কর্মীরা। দু একজন ক্রেতাও ছিলেন দোকানের ভেতরে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি দোকানে আসায়, তাঁকে স্যানেটাইজার দেয় দোকানের এক কর্মী। তারপর পেছন পেছন ঢোকে আরও দুজন। তারা সকলেই মাস্ক পরিহিত ছিল।
In Aligarh , then men rob a jewellery shop following full ‘covid protocol’ – walk in wearing masks , get hands sanitised and then whip out a gun and rob the establishment ! @aligarhpolice have promised swift action … pic.twitter.com/hTOREmEg2W
— Alok Pandey (@alok_pandey) September 11, 2020
দোকানে ঢুকেই কোমর থেকে বন্দুক বের করে ভয় দেখিয়ে দোকান থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে যায় ওই দুষ্কৃতির দল। দোকানের সিসিটিভি ক্যামেরাতে দেখা যায়, দোকান থেকে সমস্ত গহনা সহ, দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থও তারা লুট করে নিয়ে যায়। করোনা আহবের মধ্যেও চোরদের এই স্বাস্থ্য সচেতনতার ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বনে গেছে নেট পাড়ার বাসিন্দারা।
লুট করে নিয়ে যায় কয়েক লক্ষ টাকার গহনা
দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গহনা এবং ৩০ থেকে ৪০ হাজার নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বর্তমান করোনা আবহে সকলেই মাস্ক পরিহিত হওয়ায়, তাঁদের ঠিক ভাবে চেনা সম্ভব হয়। তবে আলিগড় থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তে নেমেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা