বাংলাহান্ট ডেস্ক : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) মেয়েদের হোস্টেল থেকে রাতের অন্ধকারে চুরি (Missing) হয়ে যাচ্ছে মেয়েদের অন্তর্বাস (Innerwear)। সূত্রের খবর, রাত্রিবেলায় যখন সব ছাত্রীরা শুয়ে পড়ে তখন গোপনে দুষ্কৃতীরা (Miscreants) তাঁদের ঘরে ঢুকে পড়ে চুরি করছে তাঁদের গোপন জিনিস। আর এই চুরি যাওয়া নিয়েই বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তোলপাড়। এবার এই তুমুল অশান্তির জেরে বিশ্ববিদ্যালয়ে বসলো তদন্ত কমিটি।
কিন্তু আসল ঘটনাটি কী, যার জেরে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ছাত্রীরা? এই ঘটনার শুরু হয় ২০২২-এর এপ্রিল মাস নাগাদ। সেই সময় প্রথমে ছাত্রীদের অন্তর্বাস তারপর ধীরে ধীরে তাঁদের টাকা পয়সা, মোবাইল চুরি যেতে শুরু করে। এখন আবার বাথরুমের জানালা দিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে তাঁরা ঘুরে বেড়াচ্ছে হোস্টেলের ক্যাম্পাস জুড়ে। এই ঘটনতেই চরম বিক্ষুব্দ ছাত্রীরা।
ছাত্রীদের কথায়, “আজ যারা তাঁদের বাথরুমের জানালা দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে উঁকি দিতে পারে, তারা ছাত্রীদের বড় কোনো ক্ষতি করবে না এর কী গ্যারান্টি আছে?” এক ছাত্রী যখন অভিযোগ করেন যে তিনি যখন রাতে বাথরুমে যান তখন তিনি একজন বাইরের জানালা থেকে উঁকি দিচ্ছিলো। সেই ঘটনার পরেই সেই ছাত্রী রাগে ফেটে পড়েন এবং তিনি পুলিশের দ্বারস্থ হন এবং এরপর থেকেই হোস্টেলগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার জেরে যে তদন্ত কমিটি বসে তাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল। তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, তিনি যখন হোস্টেলে পৌঁছান তিনি দেখেন যে, বাথরুমের জানালার কাঁচ ভেঙে পড়েছে, লাইট নেই। তাই তিনি ছাত্রীদের আশ্বাস দিয়েছেন যে, এইসব মেরামতের কাজ খুব দ্রুত শুরু হবে, ক্যাম্পাস এবং হোস্টেলে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও ছাত্রীদের নিরাপত্তার দিকে নজর রাখা হবে।