বাংলাহান্ট ডেস্ক : তিন বছর পার করেও দিব্যি চলছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়াল। আর পাঁচটা ধারাবাহিক যখন শুরু হতে না হতেই টিআরপির অভাবে অকালে ফুরিয়ে যাচ্ছে, সেখানে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সম্পূর্ণ ব্যতিক্রম। টিআরপি কমে যাওয়া মানেই সিরিয়ালে ইতি টানা নয়। বরং নতুন নতুন চমকে, গল্পে নতুন নতুন মোড় এনে সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ারই পক্ষপাতী নির্মাতারা।
পুরনো শত্রু ফিরল অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa)
কম দিন তো হল না শুরু হয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একাধিক বার লিপ এসেছে গল্পে। সূর্য দীপা দুজনেই এখন প্রৌঢ়। দুই মেয়ে সোনা রূপাও বড় হয়ে গিয়েছে। কিন্তু বিপদের ছায়া যেন পিছুই ছাড়ছে না তাদের। এত বছর পরেও শত্রুর হাত থেকে নিষ্কৃতি নেই সূর্য দীপার। সম্প্রতি এক প্রোমোতে বড়সড় চমক পেলেন দর্শকরা।
এল নতুন প্রোমো: এত বছর পর আবারো সূর্য দীপার জীবনে নতুন ঝড় তুলে ফিরছে মিশকা সেন (Anurager Chhowa)। মাঝে মনে হয়েছিল, মারা গিয়েছে মিশকা। কিন্তু পরে জানা যায় দিব্যি বেঁচে রয়েছে সে। এবার নতুন প্রোমোয় দেখা গেল, আবারো কামব্যাকের জন্য সম্পূর্ণ রেডি সে। প্রোমোতে দেখা যায়, হাসপাতালে উকিল এসে বলে, তার সাজার মেয়াদ শেষ হয়েছে। সব দিক বিবেচনা করে তার মুক্তি ঘোষণা করা হয়েছে। এরপরেই চাদর সরিয়ে বেডের উপরে উঠে বসে মিশকা (Anurager Chhowa)।
আরো পড়ুন : ঘরে ভাঙা অ্যাসবেস্টসের ছাদ, ছোটবেলায়ই হারান বাবাকে, ‘পারুল’ ঈশানীর জীবন সংগ্রাম হার মানাবে মেগাকেও
কী বলছেন দর্শকরা: প্রোমো দেখেই হইচই পড়ে গিয়েছে দর্শক মহলে। একজন লিখেছেন, ”জমে না রে জমে না, মিশকাকে ছাড়া জমে না ঠিকই আছে”। আরেকজন লিখেছেন, “এত মানুষ বুড়ো হল, মিশকা বুড়ো হল না কেন”। আরেকজন আবার লিখেছেন, “মিশকা ইজ ব্যাক”।
আরো পড়ুন : টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে CPM-এর মুখ ‘জুঁই বিশ্বাস’! বিরাট ঘোষণা ব্রিগেড সমাবেশে
একথা সকলেই স্বীকার করবেন, সিরিয়ালের (Anurager Chhowa) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম মিশকা। প্রথম থেকেই এই ভিলেন বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। তবে অহনা আগেই জানিয়েছিলেন, সেট থেকে ডাক আসলে আবারও শুটে যোগ দেবেন তিনি।