বিনুনি-চুড়িদার অতীত, আলট্রা মডার্ন লুকে সিরিয়ালে কামব‍্যাক ‘রিনি’ মিশমির! ভাইরাল প্রোমো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ অপেক্ষার অবসান। সিরিয়ালে কামব‍্যাক করলেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। তাও আবার পুরনো সিরিয়াল (Bengali Serial) ‘এই পথ যদি না শেষ হয়’তেই (Ei Poth Jodi Na Sesh Hoy)। তবে সেই পুরনো রিনি আর নেই। নতুন প্রোমোতে নতুন লুকে রিনিকে দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের।

জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ দর্শকদের অত‍্যন্ত প্রিয় একটি সিরিয়াল। হাসি, মজা, কষ্ট, আনন্দে ভরা যৌথ পরিবারের গল্প দ্রুত সবার মন জয় করে নিয়েছিল‌। বিশেষ করে সাত‍্যকি আর ঊর্মির জুটি তো দর্শকদের হট ফেভারিট। আরো একজন ব‍্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেটা হল রিনি, সিরিয়ালের খলনায়িকা।


রিনি চরিত্রটি প্রথম থেকেই অত‍্যন্ত কুটিল হলেও অভিনয় গুণেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন মিশমি। খলনায়িকার চরিত্রে অভিনয় করেও যে এত ভালবাসা পাওয়া যায় তা ফের প্রমাণ করে দেন তিনি। এমনকি মিশমিকে ‘জুন আন্টি টু’ এর তকমাও দিয়েছিলেন নেটিজেনরা।

কিন্তু তবুও এত জনপ্রিয়তা ছেড়ে ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়েছিলেন মিশমি। কলকাতা ছেড়ে গোয়া পাড়ি দিয়েছিলেন তিনি। মিশমির অভিনয় ছাড়ার খবরে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু তাঁর বিরতিটা ছিল সাময়িক। প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে আবারো অভিনয়েই ফিরেছেন মিশমি।


‘এই পথ যদি না শেষ হয়’ সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে, রবীন্দ্র জয়ন্তী পালনের আয়োজন হয়েছে সরকার বাড়িতে। উপস্থিত ঊর্মির বাপের বাড়ির লোকজনও। এর মধ‍্যেই ঊর্মির খুড়তুতো দাদা ঘোষনা করে, বম্বে থেকে নায়িকা আসবে এই অনুষ্ঠানে আর হিন্দি গানে নাচবে সে।

শুনে সাত‍্যকি তো অবাক! রবীন্দ্র জয়ন্তীতে বাজবে হিন্দি গান! এর মাঝেই সরকার বাড়িতে পদার্পণ রিনির। কিন্তু এ সেই পুরনো রিনি নয়। কোথায় গেল ঢিলেঢালা চুড়িদার, দুটো বিনুনি দোলানো রিনি? এই নতুন রিনি আলট্রা মডার্ন! শুধু বদলায়নি একটা জিনিস, কুচুটেপনা। ঊর্মি সাত‍্যকির জীবনে নতুন করে কী ঝড় তুলবে রিনি? তা দেখার অপেক্ষাতেই রয়েছে দর্শকরা।

সম্পর্কিত খবর

X