অভিনয় ছেড়ে দিলেন মিশমি! ছলছল চোখে রিনিকে ফেয়ারওয়েল দিলেন অন্বেষা, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মিশমি দাস (mishmee das), খলনায়িকার চরিত্রে অভিনয়ের সুবাদে নামটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টেলিভিশন দুনিয়ায়। প্রথমে নায়িকা দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করলেও তারপর থেকে বেশির ভাগ সিরিয়ালেই খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘এই পথ যদি না শেষ হয়’ তে রিনির চরিত্রে অভিনয় তাঁকে ‘দ্বিতীয় জুন আন্টি’র তকমা এনে দিয়েছে।

কেরিয়ারের এই সাফল‍্যের চূড়ায় থেকেও এক চরম সিদ্ধান্ত নিলেন মিশমি। অভিনয় ছাড়ছেন তিনি। হ‍্যাঁ, সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এমনি ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। একটি বিবৃতিতে তিনি লিখেছেন, ‘টেলিভিশন আমাকে জীবন সবকিছু দিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই জায়গায় পৌঁছাতে আমি কঠোর পরিশ্রম করেছি এবং অনেকেই আমার পাশে থেকেছেন। তোমরা জানো তোমরা কারা।’


মিশমি এরপর লিখেছেন, ‘অতিমারীর সময়ে জীবন, কাজ, কেরিয়ার সবকিছু আনিশ্চিত হয়ে পড়েছিল। আমি ভাগ‍্যবতী যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ টিম ও ‘রিশতো কা মাঞ্ঝা’ টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। টিনা ও রিনি আমার হদয়ের খুব কাছের। গত কয়েক মাস খুব খাটনির গিয়েছে কারণ দুটো সিরিয়ালেই আমি সমান ভাবে কাজ করছিলাম।

কিন্তু অতিমারী আমাকে শিখিয়েছে কখনো কখনো জীবনে নিজের উপর মনোযোগ দেওয়ার জন‍্য বিরতি নেওয়া জরুরি এবং নিজেকে খোঁজার জন‍্য নতুন সফর শুরু করা দরকার। আমি জানি না সামনে কী অপেক্ষা করছে, কিন্তু নিজের জীবনের নতুন অধ‍্যায়ের দিকে এগিয়ে যাওয়ার সময়ে আমি সকলকে ধন‍্যবাদ জানাতে চাই যাদের জন‍্য আমি আজ এখানে। এই সময়টায় আমি একটু গোপনীয়তার আবেদন জানাচ্ছি।’


এরপরেই প্রশ্ন উঠেছে, জীবনের নতুন অধ‍্যায় বলতে কী বোঝাতে চাইলেন মিশমি? তবে কি তিনি বিয়ে করছেন? অভিনেত্রী নিজেই উত্তর দিয়েছেন। না, তিনি এখনি বিয়ে করছেন না। যেদিন করবেন সেদিন নিশ্চয়ই জানাবেন। তবে সূত্রের খবর, মিশমি নাকি ভাল নেই। কলকাতা ছেড়ে দিচ্ছেন তিনি।

https://www.instagram.com/reel/CZPRVRQIG1G/?utm_medium=copy_link

 

এমনকি এই পথ যদি না শেষ হয় টিমের তরফে তাঁকে ফেয়ারওয়েলও দেওয়া হয়েছে। ঊর্মি ওরফে অন্বেষা সরকারের ভিডিওতে দেখা যাচ্ছে, রীতিমতো আইবুড়ো ভাতের মতো করে খাওয়ানো হয়েছে পর্দার রিনিকে। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন তা জানা যায়নি। তবে দুষ্টু রিনিকেও যে দর্শক মিস করবেন তা একযোগে জানিয়েছেন তারা।

X