বাংলাহান্ট ডেস্ক: রবিবার সম্প্রচারিত হয়েছে জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’ (Sonar Songsar Award)। দৈনন্দিন সিরিয়ালের পর্দায় যে চরিত্রগুলির সঙ্গে দর্শকদের দেখা হয়, তাদের মধ্যে থেকে সেরা অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়ে তাদের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার। সেখানে প্রিয় নায়ক বা নায়িকার ক্যাটেগরি যেমন ছিল তেমনি ছিল সেরা ভিন্ন স্বাদের চরিত্র অর্থাৎ খলনায়িকার অ্যাওয়ার্ডও।
অনেকের প্রত্যাশা মতোই এদিন সেরা খলনায়িকার পুরস্কার পান ‘এই পথ যদি না শেষ হয়’ এর রিনি ওরফে মিশমি দাস (Mishmee Das)। তাঁর অভিনীত রিনি চরিত্রটি প্রথম থেকেই অত্যন্ত কুটিল হলেও অভিনয় গুণেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন মিশমি। খলনায়িকার চরিত্রে অভিনয় করেও যে এত ভালবাসা পাওয়া যায় তা ফের প্রমাণ করে দেন তিনি।
এদিন মিশমির হয়ে পুরস্কার নেন ঊর্মি ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা। অনেকেই জানেন, মিশমি বেশ কিছুদিন হয়ে গেল অভিনয় থেকে বিরতি নিয়েছেন। গোয়ায় নিভৃতে সময় কাটাচ্ছেন তিনি। এই পথ যদি না শেষ হয় এর সেটকেও বিদায় দিয়েছিলেন মিশমি। তাই এদিন প্রিয় বন্ধুর হয়ে পুরস্কার নেন অন্বেষা।
https://www.instagram.com/p/CbnRnzusivZ/?utm_medium=copy_link
সেরা খলনায়িকার পুরস্কার অবশ্য পৌঁছে গিয়েছে মিশমির কাছে। সোনার সংসার অ্যাওয়ার্ডটি হাতে নিয়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন তিনি। সেরার সম্মান পেয়ে মিশমি যে আপ্লুত তা বোঝা গিয়েছে ভিডিওটি দেখেই।
https://www.instagram.com/reel/Cbp27OKvs7X/?utm_medium=copy_link
কিছুদিন আগে মিশমি জানিয়েছিলেন, তিন মাস ছুটি কাটিয়ে তিনি অনেকটাই তরতাজা। তাই আবার অভিনয়ে ফিরতে চান। এখনো তাঁর প্রত্যাবর্তনের খবর ইন্ডাস্ট্রির কেউ জানে না ঠিকই, তবে জানলে নিশ্চয়ই আবারো তাঁকে ডেকে নেবেন সবাই। হয়তো আর দু মাসের মধ্যেই ক্যামেরার সামনে দেখা যাবে তাঁকে।
পুরনো সিরিয়ালে আবার ফিরবেন নাকি নতুন রূপে ধরা দেবেন মিশমি? উত্তরে অভিনেত্রী জানান, এবার নায়িকার চরিত্র নিয়েই ফেরির ইচ্ছা রয়েছে। তবে রিনি হয়েও যদি ফিরতে হয় আপত্তি নেই কোনো।