তিন মাসের ছুটি শেষ, বিয়ে সেরেই অভিনয়ে ফিরছেন মিশমি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খল চরিত্র দিয়েই যে মন কাড়া যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মিশমি দাস (Mishmee Das)। কৃষ্ণকলি, এই পথ যদি না শেষ হয়, রিশতো কা মাঞ্ঝা একের পর সিরিয়ালে দুষ্টু চরিত্রে অভিনয় করেই খ‍্যাতির শীর্ষে উঠেছেন তিনি। তাই প্রিয় ‘রিনি’র অভিনয় ছাড়ার খবরে নায়িকা চলে যাওয়ার মতোই কষ্ট পেয়েছিলেন অনুরাগীরা।

তবে ভক্তদের আর বেশি মন খারাপ করতে দেননি মিশমি। বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে আবারো ইন্ডাস্ট্রি মুখো তিনি। এই পথ যদি না শেষ হয় এবং রিশতো কা মাঞ্ঝা, দুটি সিরিয়ালেই অত‍্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মিশমি। কিন্তু বিরতি নেওয়ার জন‍্য মাঝপথে ছেড়ে দেন দুটোই। সোশ‍্যাল মিডিয়ায় অভিনয়কে বিদায় জানিয়ে ব‍্যাগপত্তর গুছিয়ে মিশমি সোজা গোয়া।


সঙ্গে গিয়েছেন প্রেমিক বিশাল ভন ও পোষ‍্য মোমো। কখনো শরীরচর্চা করার ছবি, ভিডিও আবার কখনো বিকিনি পরে সমুদ্র সৈকতে সময় কাটানোর ছবিও শেয়ার করে চলেছেন মিশমি। সব মিলিয়ে তিন মাস যে চুটিয়ে উপভোগ করেছেন তিনি স্পষ্ট।

আনন্দবাজার অনলাইনকে মিশমি জানান, অভিনয়কে পুরোপুরি বিদায় জানাচ্ছে এমনটা কখনোই বলেননি তিনি। শুধু নিজের সঙ্গে সময় কাটানোর জন‍্য কিছুটা বিরতি চেয়ে নিয়েছিলেন। তিন মাস ছুটিতে থেকে এখন অনেকটাই তরতাজা তিনি। উপরন্তু দর্শক, অনুরাগীরা কাজে ফেরার আবেদন জানিয়ে জানিয়ে কার্যত ব‍্যতিব‍্যস্ত করে তুলেছেন তাঁকে। নিজেরও আবার কাজে ফেরার জন‍্য মন টানছে বলেই জানিয়েছেন মিশমি।


তাই ফের ব‍্যাক টু প‍্যাভিলিয়ন। মিশমি জানান, এখনো তাঁর প্রত‍্যাবর্তনের খবর ইন্ডাস্ট্রির কেউ জানে না ঠিকই, তবে জানলে নিশ্চয়ই আবারো তাঁকে ডেকে নেবেন সবাই। হয়তো আর দু মাসের মধ‍্যেই ক‍্যামেরার সামনে দেখা যাবে তাঁকে। পুরনো সিরিয়ালে আবার ফিরবেন নাকি নতুন রূপে ধরা দেবেন মিশমি? উত্তরে অভিনেত্রী জানান, এবার নায়িকার চরিত্র নিয়েই ফেরির ইচ্ছা রয়েছে। তবে রিনি হয়েও যদি ফিরতে হয় আপত্তি নেই কোনো।


মিশমি যখন আচমকাই অভিনয় ছাড়ার কথা ঘোষনা করলেধ তখন প্রশ্ন উঠেছিল, তাঁর কি বিয়ে ঠিক হয়ে গিয়েছে? চুপিচুপি বিয়ে সেরে গোয়ায় সংসার জীবনের সূত্রপাতটা করে এলেন মিশমি বিশাল? অভিনেত্রীর উত্তর, বিয়ে করলে ধুমধাম করেই করবেন। লুকিয়ে নয়।

সম্পর্কিত খবর

X