ইন্দ্রর প্রথম স্ত্রী হয়ে কামব‍্যাক ‘রিনি’ মিশমির! বড় ঝড় উঠতে চলেছে ‘খেলনা বাড়ি’তে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু করেছিলেন নায়িকা হিসাবে। কিন্তু এখন তাঁকে প্রতিটি সিরিয়ালেই (Serial) প্রায় খলনায়িকা হিসাবেই দেখা যায়। তিনি মিশমি দাস (Mishmee Das)। ‘রাজযোটক’ সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি। সেখানে তিনি নায়িকা ছিলেন। কিন্তু ধীরে ধীরে খলনায়িকা হিসাবেই পরিচিত হয়েছেন মিশমি।

আগামীতে জি বাংলার ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে কামব‍্যাক করতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে এটি সম্পূর্ণ ইতিবাচক বা নেতিবাচক নয়, একটি ধূসর চরিত্রে দেখা মিলবে মিশমিকে। বিশ্বজিৎ ওরফে ইন্দ্রর প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।


এই চরিত্রটিকে এতদিন মৃত হিসাবে দেখানো হয়েছিল। হঠাৎ করেই আবার ইন্দ্রর জীবনে ফিরে এসেছে তার সেই স্ত্রী। এদিকে মিতুলের প্রতি ইন্দ্রর ভালবাসাও প্রকাশ পেয়ে গিয়েছে। এর মধ‍্যে মিশমির এনট্রি বিষয়টাকে ঘোরালো করে তুলেছে।

উল্লেখ‍্য, মিশমির প্রথম সিরিয়াল ‘রাজযোটক’এ তাঁর নায়ক ছিলেন ইন্দ্রজিৎ। বনি শেখর জুটি আবারো ফিরছে খেলনা বাড়িতে। এ বিষয়ে মিশমি বলেন, প্রথম নায়কের সঙ্গে আবারো কাজ করছেন। খুবই উত্তেজিত লাগছে। সিরিয়ালের ব‍্যাপারে মিশমি বলেন, তাঁর চরিত্রটি ধূসর। প্রথম স্ত্রী ফিরে এসে যদি দেখে যে স্বামী আবার বিয়ে করেছে তাহলে তো রাগ হবেই।

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশমি বলেন, তিনি নায়িকা হিসাবে কাজ শুরু করলেও এখন শুধুই সেকেন্ড লিড রোলে সুযোগ পান। মিশমির স্বীকারোক্তি, মুখ‍্য চরিত্রে অভিনয় করতে হলে ২২-২৩ ঘন্টা ধরে কাজ করতে হত। তাঁর সেই সময় সেটা সম্ভব হত না। তাই খলনয়িকার চরিত্রই বেছে নিতেন। কিন্তু এখন তাঁকে যেভাবে টাইপকাস্ট করা হচ্ছে তাতে তিনি বিরক্ত।

X