‘শাঁকচুন্নি’কে নিয়ে দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে মিশমি, শত্রুতা ভুলে ‘অনুপ্রেরণা’ বললেন অন্বেষাকে

বাংলাহান্ট ডেস্ক: ক‍্যামেরার সামনে একে অপরের মুণ্ডুপাত করেন। কিন্তু ক‍্যামেরার পেছনেই তাঁদের থেকে ভাল বন্ধু আর হয় না। কথা হচ্ছে অন্বেষা হাজরা (annwesha hazra) ও মিশমি দাসকে (mishmee das) নিয়ে। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে যথাক্রমে ঊর্মি এবং রিনির চরিত্রে অভিনয় করছেন তাঁরা। পর্দায় ঘোর শত্রু তাঁরা। নায়ক সাত‍্যকিকে নিয়ে দুজনের টানাটানি। কিন্তু বাস্তবে বাস্তবিকই খুব ভাল বন্ধু অন্বেষা মিশমি।

তার প্রমাণ দিলেন পর্দার রিনি। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর শুটিংয়ে উপস্থিত হয়েছিলেন দুজনে। কালো শিমারি পোশাকে দেখা মিলল অন্বেষার। পাশে বেগুনি ও কালো শাড়িতে মোহময়ী মিশমি। নজর কাড়ল পোস্টের ক‍্যাপশন।

maxresdefault 6 1

মিশমি লিখেছেন, ‘জীবনে আমরা এমন কিছু মানুষকে খুঁজে পাই যাদের সাথে রোজ কথা বলতে লাগে না। কিন্তু ১ মাসে ৫ মিনিট কথা বললে এমন কথা হয় যে মন ছুঁয়ে যায়। অন্বেষা আমার জীবনে এমন এক মানুষ। আমাকে অনুপ্রেরণা দেয়, মনের জোর দেয়, ভাল করার জন‍্য, ভাল থাকার জন‍্য। তুই খুব ভাল থাক এবং অনেক অনেক বড় হ। শুধু ভালবাসা তোর জন‍্য।’

https://www.instagram.com/p/CWjMUZvhMp-/?utm_medium=copy_link

অন্বেষা মিশমির বন্ধুত্বের নিদর্শন সোশ‍্যাল মিডিয়াতেই মেলে। কিছুদিন আগেই ‘রিনি’র জন্মদিনে ‘ঊর্মি’ লেখেন, ‘শুভ জন্মদিন মিশমি। টেলিকাস্ট তো রোজই দেখি, বিশ্বাস কর এই কদিনের এপিসোড গুলো দেখছিলাম, টেলিকাস্ট দেখে এটাই মনে হচ্ছে তোকে সেলাম ভাই। আমরা তো জানি কত টা শরীর খারাপ নিয়ে তুই শুটিং করছিস, অ্যাকশন বলা মানেই নিজের সমস্ত এনার্জি দিয়ে তুই ‘মিশমী’ থেকে ‘রিনি’ হয়ে উঠিস বা ‘টিনা’। আমি প্রে করব তুই খুব ভাল থাক, আনন্দে থাক। শুভ জন্মদিন ‘আমার সিনিয়র’।’

https://www.instagram.com/p/CWi2c3ZBVGi/?utm_medium=copy_link

গল্পের নায়িকা ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা। অত‍্যন্ত ধনী পরিবারের মেয়ে হয়ে মধ‍্যবিত্ত যৌথ পরিবারের ছেলে সাত‍্যকির সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। কিন্তু গল্পের ঊর্মির মন একেবারে শিশুদের মতো সরল। এত ধনী পরিবারের মেয়ে হয়েও তার মনে এতটুকু অহঙ্কার নয়। খুব সহজেই সকলকে আপন করে নিতে পারে সে।

সাত‍্যকির চরিত্রে রয়েছেন ঋত্বিক মুখার্জি এবং রিনির চরিত্রে মিশমি। সাত‍্যকির ছাত্রী হলেও অনেক বছর থেকেই তার উপরে নজর তার। ‘টুকাইদা’র বৌ হওয়ার স্বপ্ন দেখে সে। তাই ঊর্মিকে দু চক্ষে দেখতে না পারে না রিনি। দুজনের মজার ঝগড়া, লড়াই দেখতে বেশ মজাই পায় দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর