আবারো সংসার করতে রাজি হৃতিক, ‘গ্রিক গড’কে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন ‘মিস ইন্ডিয়া’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বেশ কয়েকদিন ধরে বলিউডি মহলে চর্চায় রয়েছে একটাই নাম, হৃতিক রোশন (hrithik roshan)। যবে থেকে তাঁর নতুন সম্পর্কের কথা প্রকাশ‍্যে এসেছে তবে থেকেই সংবাদ শিরোনামে উঠে আসছেন তিনি। এবার এক অভিনেত্রী বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন হৃতিককে। নতুন করে অভিনেতা সম্পর্ক শুরু করতে রাজি, তাই তিনিও সুযোগ বুঝে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন অভিনেতাকে।

তিনি গায়ত্রী ভরদ্বাজ (gayatri bharadwaj)। ফেমিনা মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৮ এর বিজয়ী হন তিনি। এখন অভিনয়ে নাম লিখিয়েছেন গায়ত্রী। ইতিমধ‍্যেই একটি জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এবার এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে গায়ত্রী বলেন, “আমার মনে হয় আমি হৃতিক রোশনকে বিয়ে করবে। মনে হয় উনি আবার সংসার করতে রাজি আছেন। উনি ছোট থেকেই আমার ক্রাশ। তাই ছবি থেকে ওঁকে বাদ দিতে পারছি না।”


শেষবার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ঢিনঢোরা’তে দেখা গিয়েছিল গায়ত্রীকে। আগামীতে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি। আদ‍্যোপান্ত বলিউডি এন্টারটেনার ছবিটি কমেডি ড্রামা ঘরানার বলে জানান গায়ত্রী। আগামী কয়েক মাসের মধ‍্যেই ছবিটি ঘোষনা করা হবে। তবে বড়পর্দায় মুক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও করোনা পরিস্থিতির জন‍্য সেটা কতটা সম্ভব হবে তা জানেন না তিনি।

প্রসঙ্গত, অনেক ছোট বয়স থেকেই মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখতেন গায়ত্রী। কারণ তিনি সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনকে সেরা সুন্দরীর মুকুট পরে দেখে বড় হয়েছেন‍‌। নিজেকেও সেই স্থানেই কল্পনা করতেন গায়ত্রী। পরবর্তীকালে সত‍্যিও হয় তাঁর স্বপ্ন।

হৃতিকের প্রসঙ্গে ফিরলে, তিনি খুল্লমখুল্লাই প্রেম করছেন ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ সাবা আজাদের সঙ্গে। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকেও বেরোতে দেখা যায় হাত ধরে। পাপারাৎজির সামনেও প্রেমিকার হাত ছাড়েননি হৃতিক। দুজনে নাকি বেশ কিছু সময় ধরে লুকিয়ে প্রেম করছেন।

X