এবার অনলাইনে কেনাকাটা করা যাবে মিসাইল! চুটিয়ে হচ্ছে বিক্রিও, ভরসা সরকারি ই-মার্কেটপ্লেস

বাংলা হান্ট ডেস্ক: পেনের মতো সাধারণ দোকানের আইটেমগুলি সংগ্রহ করা থেকে শুরু করে সরকারি ই-মার্কেটপ্লেস (Government e Marketplace, GeM) এখন ডিফেন্স PSU-গুলি যেমন Bharat Dynamics Ltd (BDL) এবং Bharat Electrical Ltd (BEL)-কে একত্র করেছে ৪,৪১৫ কোটি টাকার আকাশ মিসাইলের জন্য রাডার এবং অন্যান্য সাব-সিস্টেম সংগ্রহের জন্য।

এই প্রসঙ্গে GeM-এর উচ্চপদস্থ সূত্র থেকে জানা গিয়েছে যে, আকাশ মিসাইল প্রস্তুতকারী BDL রাডার এবং গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম সংগ্রহ করেছে BEL থেকে। শুধু তাই নয়, GeM-এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রকের সংগ্রহ ক্রমশ বাড়ছে। ২০২৩-২৪ অর্থবর্ষের ১৮ ডিসেম্বর পর্যন্ত এটি ৩৪,৯০৭ কোটি টাকাতে পৌঁছেছে। যা ২০২২-২৩ অর্থবর্ষে প্রাপ্ত ২৮,৭৩২.৯ কোটি টাকা থেকে অনেকটাই বেশি। GeM-এর তরফেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আগামী ৩১ মার্চ পর্যন্ত এটি ৫০,০০০ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও সূত্রের তরফে জানানো হয়েছে।

Missile can now be purchased online

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে প্রতিরক্ষা PSU-গুলি শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে কেনাকাটা করত কিন্তু তারা এখন আইটেমগুলি বিক্রিও করছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করা পণ্যগুলির মধ্যে রয়েছে সিমুলেটর, ড্রোন, বুলেট প্রুফ জ্যাকেট এবং ব্যালিস্টিক হেলমেট। সূত্রের খবর অনুযায়ী, আটটি প্রতিরক্ষা PSU প্রতিরক্ষা ৯,৮৪০ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করেছে। এর মধ্যে BEL এই অর্থবর্ষে সর্বাধিক পণ্য ও পরিষেবা বিক্রি করেছে। যেটির মাধ্যমে এসেছে ৫,২২৬ কোটি টাকা। একইভাবে, BEML লিমিটেড প্রায় ১,৩৬৭ কোটি, BDL ২৮১ কোটির বেশি, মিশ্র ধাতু নিগম লিমিটেড ২৬৪ কোটি টাকা এবং মিউনিশন ইন্ডিয়া লিমিটেড ১৫৯ কোটি টাকার ব্যবসা করেছে।

আরও পড়ুন: নতুন বছরে বাজারে ধামাকা নিয়ে আসছে OnePlus! লঞ্চ হচ্ছে এই দুর্ধর্ষ ফোন, চমকে দেবে ফিচার্স

উল্লেখযোগ্য সুবিধা: সূত্র জানিয়েছে, “লেনদেন স্তরের সঞ্চয়ের বাইরে, GeM-এ এন্ড টু এন্ড ডিজিটাল যাত্রার কারণে উল্লেখযোগ্য সুবিধাও রয়েছে। যার মধ্যে বিজ্ঞাপন খরচ, প্রিন্টিং খরচ, ট্রাভেল খরচ, ইন-হাউস পোর্টাল এবং বড় দলগুলিকে বজায় রাখার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।” আধিকারিকরা জানিয়েছেন, MoD-র সন্তুষ্টি অর্জনের জন্য GeM বিশেষ উদ্যোগ নিয়েছে। একই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে GeM-এ উপলব্ধ নয় এমন পণ্য সংগ্রহের জন্য কাস্টম বিডের ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন: কাঙাল পাকিস্তানের নতুন চিন্তা! আচমকাই গায়েব হয়ে যাচ্ছেন হাজার হাজার জন, সামনে চাঞ্চল্যকর তথ্য

পাশাপাশি, গ্রাহকদের পণ্যগুলি পছন্দ না হলে সেগুলি প্রত্যাখ্যান করার বিকল্পও থাকছে। এর পাশাপাশি, আধিকারিকরা বলেছেন, CGDA দ্বারা সময়মতো অনলাইন বিল পরিশোধও নিশ্চিত করা হয। উল্লেখ্য যে, GeM-এর মাধ্যমে ৫০ লক্ষেরও বেশি অর্ডারের মধ্যে ০.৫ শতাংশেরও কম অর্ডার কনসাইন রিসিপ্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট (CRAC) পর্যায়ে প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে, আধিকারিকরা আরও জানিয়েছেন, এখান থেকে মোট অর্ডারের ২৫ শতাংশ অর্ডার MSME-তে যায়। উদাহরণস্বরূপ, এই অর্থবর্ষে ৮৭,০০০ কোটি টাকার কাজের অর্ডার গত ১৫ নভেম্বর পর্যন্ত MSME-র কাছে গিয়েছিল যা মোট ব্যবসার প্রায় ৬১ শতাংশ। 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর