বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের শান্তিনিকেতন। প্রায় ৫২ ঘণ্টার নিখোঁজ থাকার পর এক প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হলো চার বছরের শিশুর মৃতদেহ। শিশুর মৃতদেহ উদ্ধারের পর ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় ওই প্রতিবেশির বাড়িতে। এছাড়াও এতটা সময় পার হয়ে গেলেও কেন শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলো না তা নিয়ে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর ,প্রায় তিন দিন আগে বিস্কুট কেনার জন্য বাড়ি থেকে বের হয় এই চার বছরের শিশুটি। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। চতুর্দিকে খোঁজখবর করলেও পরিবারের লোকেরা সেই শিশুর সন্ধান পায়নি।নিহতের পরিবারের অভিযোগ যে তাদের প্রতিবেশী আক্রোশের বসে শিশুটিকে খুন করেছে।
প্রায় ৫২ ঘণ্টা আগে নিজের বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য বের হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্র চার বছরের শিবম। এরপর সব জায়গায় খোঁজখবর করলেও তার সন্ধান না পেয়ে পরিবার ও গ্রামবাসীরা দ্বারস্থ হন থানার।শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সারা গ্রামে তদন্ত করলেও কোথাও শিশুটির খোঁজ পায় না।
ঘটনার ৫২ ঘণ্টা কেটে গেলে আজ প্রতিবেশী রুবি খাতুনের বাড়ির ছাদ থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে ওই মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই বলি হতে হয়েছে চার বছরের শিশুকে।