গোটা বিমান চুরি করে বিদেশে বিক্রি! কাঙাল পাকিস্তানের সরকারি আমলার কান্ড জেনে ‘থ’ বড়বড় চোরেরাও

বাংলাহান্ট ডেস্ক : দিনে দুপুরে চুরি হয়ে গেল যাত্রিবাহী বাণিজ্যিক বিমান। বাণিজ্য বিমান যা প্রায় সমস্ত দেশেই ভাল ভাবে রক্ষণাবেক্ষণ করে। বিমানটি ঠিক সময়ে বিমানবন্দর ছাড়ছে কি না, ঠিক সময়ে গন্তব্যে পৌঁছচ্ছে কি না, তার উপরও কড়া নজর রাখে। তবে এত নজরদারি ও রক্ষণাবেক্ষণের মধ্যেও পাকিস্তানের  এমন এক যাত্রিবাহী বিমান, যা সকলের নজরের সামনে থেকে রাতারাতি উধাও হয়ে যায়।

সূত্রের খবর , উধাও হয়ে যাওয়ার পর দীর্ঘ দিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র বিমান এ৩১০-র অবস্থান জানা ছিল না কারোরই । তবে পরে অভিযোগ ওঠে, পিআইএ-র প্রাক্তন সিইও এ৩১০ বিমানটিকে প্রায় ১০ কোটি টাকায় বিক্রি করে দেয় এক জার্মান সংস্থাকে। শুধু তাই নয় জার্মানির সংস্থাকে ওই বিমানটি বিক্রি করার আগে পিআইএ-র প্রাক্তন সিইও বার্ন্ড হিলডেনব্র্যান্ড বিমানটিকে ভাড়া খাটিয়ে ২ কোটি টাকা অর্জন করেন বলেও  অভিযোগ ওঠে।

আরোও পড়ুন : দুর্দান্ত অফার নিয়ে হাজির এই ব্যাঙ্ক! পাবেন চড়া হারে সুদ, FD করলেই হয়ে যাবেন মালামাল

উল্লেখ্য সূত্রের তরফে এও জানা যায় যে ,এয়ারবাস এ৩১০ বিমানটিকে ২০১৬ সালে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল বিক্রির জন্য । এর পর বিমানটিকে ছবির শুটিংয়ে ব্যবহারের জন্য একটি ব্রিটিশ সংস্থাকে ভাড়া দেওয়া হয়। ছবিটির শুটিং চলেছিল মাল্টায়। শুটিং শেষে বিমানটি আবার জার্মানি উড়ে যায়।

356379 kolkata airport

এর পর না কি লাইপজিগ হ্যালের বিমানবন্দর যাদুঘরে ঠাঁই হয়েছিল বিমানটির। যাদুঘরে না কি মাত্র ৩২ লক্ষ টাকার বিনিময়  বিমানটিকে বিক্রি করা হয়েছিল।  তবে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যাত্রীবাহী বিমানটি বিক্রি হলোও পরে আবার যাদুঘরের পক্ষ থেকে বিমানটিকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেওয়া হয় বলেও শোনা যায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর