বাংলা হান্ট ডেস্কঃ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের মিশন শক্তি অভিযান মহিলা আর বাচ্চাদের উপর অপরাধ করাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য নবরাত্রির প্রথম দিন থেকে শুরু হওয়ার অভিযান অনুযায়ী, এখনো পর্যন্ত ১৪ দোষীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।
ইউপি মিশন শক্তি শুরু হওয়ার পর রাজ্য সরকার মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধকারীদের সাজা পাওয়ার পরিসংখ্যান জারি করেছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধ করা ১৪ জন দোষীর ফাঁসির সাজা হয়েছে।
উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অবনীশ কুমার অবস্থি জানান, আটটি মামলায় ২২ অভিযুক্তের জেল আর জরিমানার সাজা শোনানো হয়েছে। ২৮ টি মামলায় শুনানি শুরু হয়নি। মহিলা আর বাচ্চাদের বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত ৮৮ টি মামলায় ১১৭ অভিযুক্তের জামিন খারিজ করা হয়েছে।
আরেকদিকে, ১১ টি মামলায় ২০ অভিযুক্তকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব বলেন, মিশন শক্তি অভিযান অনুযায়ী, মহিলা আর বাচ্চাদের সাথে অপরাধ করা ব্যাক্তিদের সাজা আরও দ্রুত গতিতে যা পাইয়ে দেওয়া যায়, সেটা নিয়ে কাজ চলছে।
ফাঁসির সাজা পাওয়া অপরাধীরা উত্তর প্রদেশের হাপুড়, মুজফরনগর, লখনউ, আমরোহা, বরেলি আর রামপুরের বাসিন্দা। লখনউয়ে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করার দোষী বাবলুকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে। এছাড়াও ধর্ষণ করা ২০ জন দোষীকে আজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।