বড় টুইস্ট ‘খড়কুটো’তে, বছরের প্রথম দিনেই সুখবর এলো সৌজন‍্য-গুনগুনের পরিবারে

বাংলাহান্ট ডেস্ক: শুরু হওয়ার পর থেকেই সেরার তালিকায় নিজের স্থান দখল করে রেখেছে স্টার জলসার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’ (khorkuto)। সৌজন‍্য গুনগুনের টক মিষ্টি প্রেমকাহিনি দেখতে সন্ধ‍্যেবেলায় টিভির সামনে বসা চাই ই চাই। এবার নববর্ষে অনুরাগীদের জন‍্য এক বড়সড় সারপ্রাইজ দিলেন খড়কুটো নির্মাতারা।

পয়লা বৈশাখেই এক মিষ্টি সুখবর নিয়ে এল খড়কুটো পরিবার। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে ঋজু ও মিষ্টি অর্থাৎ সৌজন‍্য (soujonno) গুনগুনের (gungun) দাদাভাই ও বৌদিভাই। মা হতে চলেছেন মিষ্টি। নববর্ষের প্রথম দিনেই মিলেছে এই সুখব‍র।

80244859
স্বাভাবিক ভাবেই মুখোপাধ‍্যায় পরিবারে বইছে খুশির ঢেউ। বড় মা, ছোট মা, পুটু পিসি সবাইকে জানায় এই খুশির খবর। কিন্তু মিষ্টির এত শরীর খারাপ সত্বেও বাড়ির কারোর তা নিয়ে মাথাব‍্যথাও নেই। সবাই আনন্দে আত্মহারা। এদিকে বছরের প্রথম দিনেই বমি করে চলেছে মিষ্টি। গুনগুন বুঝে উঠতে পারছে না ব‍্যাপারটা কি হচ্ছে।

https://www.instagram.com/p/CNq16-IBcsd/?igshid=1lz0qp7ks29gh

https://www.instagram.com/p/CNq3ePohY5V/?igshid=313gwiacj215

ঘাবড়ে গিয়ে নিজের ‘ড‍্যাডি’কে ফোন করেও ডেকে নিয়েছে গুনগুন। তিনি এসে পরীক্ষা করে সবার অনুমানেই শিলমোহর দিয়েছেন। সৌজন‍্যও শুভেচ্ছা জানিয়েছে বৌদিকে। অপরদিকে রূপাঞ্জন গুনগুনের নজর এড়িয়ে চুপিচুপি সৌজন‍্যকে পরামর্শ দিয়েছে, ‘দাদাভাই যদি এই বয়সে অঘটন ঘটাতে পারে তবে তুমিও স‍্যাট করে পারবে।’

https://www.instagram.com/p/CNtbzvGB0UM/?igshid=19z0du8fhm61p

https://www.instagram.com/p/CNte2Q4hyYN/?igshid=5lvbyrau72lq

শেষমেষ সৌজন‍্যর উপরই ভার পড়ে গুনগুনকে বোঝানোর যে মিষ্টি মা হতে চলেছে। তবে গুনগুন কাছে এলেই তবেই সে বোঝাতে পারবে। গুনগুন রেগেমেগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও বলে। সৌজন‍্য কি স্ত্রীকে বোঝাতে পারবে যে তারা কাকা কাকিমা হতে চলেছে? সেই দিকেই তাকিয়ে রয়েছে দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর