ভুল বুঝিয়ে দলে যোগদান করতে নিয়ে এসেছে তৃণমূল! গুরুতর অভিযোগ মহিলার

বাংলা হান্ট ডেস্কঃ ভুল বুঝিয়ে দলে যোগদান করার জন্য নিয়ে এসেছে তৃণমূল! পান্ডুয়ায় তৃণমূলের যোগদান পর্বে গিয়ে এমনটাই অভিযোগ করলেন এক মহিলা। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে, উনি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে, এমনি তো কেউ আর যোগ দেবে না তাই এমন ভুল বুঝিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে তৃণমূল।

আজ পান্ডুয়ার ফুটবল ময়দানে যোগদান মেলার আয়োজন করেছিল শাসক দল তৃণমূল। একটি মঞ্চও সাজানো হয়েছিল, সেখানে বড়বড় হরফে লেখা ছিল ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” তৃণমূলে বিভিন্ন দল থেকে যোগদান করানোর জন্য সেখানে করা হয়েছিল বিশাল আয়োজন। কিন্তু ওই যোগদান মেলায় গিয়ে আচমকাই বেঁকে বসেন এক মহিলা। তিনি অভিযোগ করে বলেন, আমাকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে। তিনি এও বলেন যে, তৃণমূলে যোগ না দেওয়ায় তাকে শাসানিও দেওয়া হয়।

tmc 5856

শ্রাবণী চট্টোপাধ্যায় নামের ওই মহিলা অভিযোগ করে বলেন, আমাকে বলা হয়েছিল যে রাখি শ্রমিকদের সুবিধা পাইয়ে দিতে এখানে নিয়ে আসা হচ্ছে। এরপর এখানে দেখি এদের উদ্দেশ্য আলাদা। এরপরই মহিলা সেখানে হুলুস্থুলি কাণ্ড বাধিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। মহিলা পুলিশ আর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, ওনাকে হেনস্থা করা হয়েছে।

এই ঘটনার পরিপেক্ষিতে পান্ডুয়া বিজেপির সভাপতি বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি এরা মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি আর মিথ্যে কথা বলা ছাড়া আর কিছুই করে না। আর এভাবেই আজ পান্ডুয়ার খেলার মাঠে মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর