বাংলা হান্ট নিউজ ডেস্ক: মিতালী রাজ, ভারতীয় মহিলা ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম। সবচেয়ে কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসেবে শতরান, একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানের মতো অগুনতি রেকর্ড করা মিতালী রাজ সকলের অজ্ঞাতেই ভেঙে ফেললেন সচিন টেন্ডুলকারের এমন একটি রেকর্ড, যা ভাঙা সম্ভব হবে বলে কেউ ভাবতে পারেননি। যে দিন এই রেকর্ড গড়লেন মিতালী, সেদিন ক্রিকেটপ্রেমীরা ব্যস্ত আইপিএলের নিলাম নিয়ে। তাই এই রেকর্ড বলতে গেলে কারোরই আলোচনার অংশ হয়ে ওঠেনি। সেই রেকর্ডটি হল, ওডিআই ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড যা এখন মিতালীর নামে।
১২ ই ফেব্রুয়ারী, যখন ভারতের অধিকাংশ ক্রিকেট ভক্ত আইপিএল নিলাম নিয়ে ব্যস্ত, তখন মিতালী রাজ শুধু সচিনের রেকর্ড ভাঙলেনই না, সেইসঙ্গে এমন একটি রেকর্ড গড়লেন যা পুরুষ বা মহিলা ক্রিকেটে আগে কেউ গড়ে দেখাতে পারেননি। তিনি ১২ ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন মাঠে নামেন, তখন তার ওডিআই কেরিয়ারের বয়স হয় ২২ বছর ২৩১ দিনে। তিনি পৃথিবীর প্রথম ক্রিকেটার যার ওয়ান ডে ক্যারিয়ার ২২ বছর এবং ১০০ দিনের গন্ডি অতিক্রম করেছে।
এর আগে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে দীর্ঘতম একদিনের ক্রিকেটের কেরিয়ারের রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের নামে। সচিনের ওয়ানডে কেরিয়ার ২২ বছর ৯১ দিনের। কিন্তু এখন স্বদেশী ক্রিকেট তারকাকে পেছনে ফেলেছেন মিতালী। সচিন ১৮ ই ডিসেম্বর ১৯৮৯ সালে প্রথম একদিনের ম্যাচ এবং ১৮ ই মার্চ ২০১২ তারিখে নিজের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন।
মিতালী রাজ তার প্রথম জাতীয় দলের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলেন ২৬ জুন ১৯৯৯ সালে। এর পর দুই দশক ধরে তিনি সমান তালে খেলে গিয়েছেন। এখন একটি সম্ভাবনা রয়েছে যে মিতালীর ওডিআই কেরিয়ার ২৩ বছরে অতিক্রম করবে। যদি এটি ঘটে তবে সন্দেহ নেই যে তা একটি বিশাল বড় মাইলফলক হবে।