বাংলা হান্ট ডেস্ক : একই দিন দু’দুবার ভাঙল IPL-র ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড। আইপিএলের (Indian Premier League) নিলামি শুরু হতেই ঘড়ির কাঁটা আর টাকার দর দুইই যেন তীব্র গতিতে ছুটছে। মঙ্গলবার দুপুর নাগাদ নজিরবিহীন রেকর্ড গড়ে ফেলেছিলেন অজির প্যাট কামিন্স (Pat Cummins)। তবে চমক তো এল নিলামের দ্বিতীয়ার্ধে।
দুপুরের পর ফের একবার নিলামি শুরু হতেই পিছিয়ে গেলেন প্যাট কামিন্স। দেশোয়ালি ভাইয়ের কাছেই হেরে গেলেন এই খ্যাতনামা ক্রিকেটার। মাত্র দু’ঘন্টার ব্যবধানে রেকর্ড গড়ে ফেললেন সেদেশেরই আরেক খেলোয়াড়। ভরপুর অভিজ্ঞতা সহ মিচেল স্টার্ককে (Mitchell Starc) কেনার জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার বাজি ধরল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
উল্লেখ্য, এইদিন নিলামে মিচেল স্টার্কের দর শুরু হয় ২ কোটি টাকা থেকে। দিল্লি, মুম্বই, গুজরাটের মধ্যে দরাদরি যখন তুঙ্গে তখন হঠাৎই আসরে হাজির কেকেআর। এসেই স্টার্ককে ঝুলিতে তুলে নিল শাহরুখের দল। দাম পৌঁছে গেল ২৪ কোটি ৭৫ লক্ষতে। ওদিকে যেখানে কামিন্সের দর উঠেছিল ২০ কোটি ৫০ লক্ষ সেখানে অজি তারকা স্টার্ককে আরও ৪ কোটি ২৫ লক্ষ বেশি দিয়ে নিয়ে গেল গৌতম গম্ভীরের দল।
আরও পড়ুন : SBI গ্রাহদের মাথায় বাজ, এই লোনের সুদ বাড়ালো ব্যাঙ্ক! দিতে হবে অতিরিক্ত টাকা, দেখে নিন নয়া রেট
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএল খেলেছিলেন এই অস্ট্রেলিয়ান পেস বোলার। পরেরবার কেকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চোটের জন্য মাঠে নামতে পারেননি। তারপর ৯ বছরের লম্বা বিরতি। লম্বা ব্রেকের পর ফের একবার শো কাঁপাতে আসছেন মিচেল স্টার্ক। উল্লেখ্য, কিছুদিন আগেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছে মিচেল স্টার্কের দল।
আরও পড়ুন : কাজে ফাঁকি দিলেই ১০ হাজার টাকার জরিমানা! নয়া সিদ্ধান্তের পথে নবান্ন, মহা বিপদে সরকারি কর্মীরা
উল্লেখ্য, আজ থেকে ৮ বছর আগে যেখানে স্টার্কের দর উঠেছিল ১০ কোটি আজ এক দশকের মধ্যেই সেই দর হয়ে গেল প্রায় আড়াইগুণ। ঝুলিতে আরও ১৫ কোটি বেশি নিয়ে ফিরলেন কেকেআরে। চলতি বিশ্বকাপে তিনি যে ফর্মে খেলেছেন তার সিকিভাগ দিতে পারলেও ফুল ফুটবে কেকেআরে।