৮৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, অ্যাশেজের প্রথম বলে কীর্তি স্থাপন মিচেল স্টার্কের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ঐতিহ্যবান অ্যাশেজ সিরিজ। ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক প্রথমেই বড় ঝটকা দিয়ে ইংল্যান্ডকে ব্যাক ফুটে ঠেলে। সিরিজের প্রথম বলেই ইংল্যান্ড ওপেনার রোরি বার্নসকে প্যাভিলিয়নের পথ দেখান স্টার্ক।

দ্বিতীয় বোলার হিসেবে অ্যাশেজ সিরিজে প্রথম বলে উইকেট নেন তিনি। দীর্ঘ ৮৫ বছর পর এই কীর্তি গড়েছেন স্টার্ক। আর্নি ম্যাককরমিক ১৯৩৬ সালে প্রথমবারের মতো এই কীর্তি স্থাপন করেছিলেন। সিরিজের প্রথম বলেই তিনি স্ট্যান ওয়ার্থিংটনকে আউট করেছিলেন। তবে ওয়ার্থিংটন বার্ট ওল্ডফিল্ডের হাতে ধরা পড়ে ক্যাচ আউট হয়েছিলেন।

stARC

এই ম্যাচটিও হয়েছিল ব্রিসবেনেই। এর মধ্যে দেখা গেল আরেকটি কাকতালীয় ঘটনা। স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩৬ সালের সেই ম্যাচে প্রথমবারের মতো অধিনায়ক ছিলেন এবং আজকের ম্যাচে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন। সেই সঙ্গে কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট নেন স্টার্ক। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও এই কাজটি করেছিলেন তিনি।

স্টার্কের বল সম্পর্কে কথা বলতে গেলে, বাঁহাতি ফাস্ট বোলার স্টার্ক লেগ-স্টাম্পের দিক থেকে ১৪২ কিমি প্রতি ঘন্টা বেগে বলটি বল করেছিলেন, যা বলটি আঘাত করার পরে ভিতরে চলে যায় এবং বেইলগুলি ছড়িয়ে দেয়। স্টার্কের এই বলে, বাঁহাতি ব্যাটসম্যান বার্নস ক্রস শট খেলার চেষ্টা করেন এবং মিস করেন। বল সোজা গিয়ে লেগে যায় লেগ-স্টাম্পে। এরপর দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ড ইনিংস ১৪৭ রানেই শেষ করে দেন অজি বোলাররা। ৫ উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট্রিক কামিন্স। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক এবং হ্যাজেলউড।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর