বাংলা হান্ট ডেস্ক : একটার পর একটা ম্যাচে ব্যর্থ ২৫ কোটির বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। ইতিমধ্যেই KKR ভক্তরা তো তাকে বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন। গত ম্যাচেও এক দফায় তাকে বাদ দেওয়ার কথা উঠেছিল। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন তিনি। এখন প্রশ্ন, শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে কি মাঠে নামবেন তিনি? খবর বলছে, সেই সম্ভাবনা কম। স্টার্কের বদলে অপর এক বিদেশি পেসারকে খেলানো হতে পারে। চলুন দেখে নিই কলকাতার (Kolkata Knight Riders) সম্ভাব্য একাদশ।
১) ফিল সল্ট : শুরুর থেকেই দূর্দান্ত শুরু করছেন সল্ট। প্রায় প্রতিটি ম্যাচেই ভালো রান তুলেছেন তিনি। পাওয়ার প্লে-তেও ভালো রান তোলেন। যে কারণে শুক্রবারও তিনিই কলকাতার ওপেনার থাকবে।
২) সুনীল নারাইন : ব্যাটে-বলে, দু ক্ষেত্রেই কলকাতাকে ভরসা জোগাচ্ছে সুনীল। চলতি আইপিএলে তার ব্যাট থেকেই KKR-র একমাত্র শতরান এসেছে। শুক্রবারও তার উপর রয়েছে গুরুদায়িত্ব।
৩) অঙ্গকৃশ রঘুবংশী : আগের ম্যাচে রান না পেলেও তার আগের দুই ম্যাচে ভালো ফল করেছেন অঙ্গকৃশ। দলে তিন নম্বরে রয়েছেন তিনি।
৪) বেঙ্কটেশ আইয়ার : চতুর্থ নম্বরে জায়গা হয়েছে বেঙ্কটেশ আইয়ার। শুরুটা ভালো করলেও রান আসছেনা ব্যাটে। ঘরের মাঠে রান করার ভালো সুযোগ রয়েছে তার কাছে।
৫) শ্রেয়স আইয়ার : প্রথম দিকটা নিভু নিভু থাকলেও গত ম্যাচে জ্বলে উঠেছেন শ্রেয়স। গত ম্যাচেই অর্ধশতরান করেছেন কেকেআর অধিনায়ক। ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। স্বাভাবিকভাবেই শুক্রবার তার ব্যাট থেকে রান আশা করছে কলকাতা।
৬) রিঙ্কু সিংহ : গত ম্যাচে সুযোগ মিলতেই তার সদ্ব্যবহার করেছেন রিঙ্কু। কেকেআরের প্রথম একাদশের অন্যতম ভরসা তিনি।
৭) আন্দ্রে রাসেল : চলতি আইপিএল-র শুরুর থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাসেল। তার ব্যাটে বড় রান না এলেও বোলার হিসেবে যে তিনিই রাজা তা বলাই বাহুল্য।
৮) রমনদীপ সিংহ : গত ম্যাচে শেষ পর্যায়ে নেমেও দারুণ পারফর্ম করেছেন রমনদীপ। ব্যাটের পাশাপাশি বলো দারুন করেন তিনি।
৯) শারফেন রাদারফোর্ড : যেমন দক্ষ ব্যাট করেন তেমন দক্ষ বোলারও তিনি। সূত্রের খবর, শুক্রবারের ম্যাচে শারফেন রাদারফোর্ডের থাকার সম্ভাবনা প্রবল।
১০) হর্ষিত রানা : প্রথম থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন হর্ষিত। বোলার হিসেবে খ্যাতিও কুড়িয়েছেন হর্ষিত। শোনা যাচ্ছে, শুক্রবার দলে রয়েছেন হর্ষিত।
১১) বরুণ চক্রবর্তী : এখন তিনি ফর্মে না থাকলেও দ্বিতীয় স্পিনার হিসেবে তাকেই সুযোগ দিতে চাইছে KKR।
১২) চেতন সাকারিয়া (ইমপ্যাক্ট প্লেয়ার) : স্টার্ক বাদ পড়ায় একজন পেসার কম পড়েছে দলে। সূত্রের খবর, বাঁ হাতি পেসার হিসেবে সাকারিয়া দলে আসতে পারেন।