বাংলা হান্ট ডেস্কঃ আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের (India vs Australia T20 series) দ্বিতীয় ম্যাচে সিডনিতে নামতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। শুধু এই ম্যাচ থেকেই নয় পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক, এমনই খবর জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
JUST IN: Mitch Starc has withdrawn from Aussie T20 squad for personal reasons https://t.co/Uzb8pIOh5a #AUSvIND pic.twitter.com/pN5NzmVVYo
— cricket.com.au (@cricketcomau) December 5, 2020
Full story: https://t.co/Uzb8pIOh5a
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার দুর্দান্ত বোলিং করেছিলেন মিচেল স্টার্ক। নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট অর্থাৎ এই সিরিজে দারুন ফর্মে ছিলেন তিনি। আর তাই সিরিজের মাঝ পথে স্টার্কের বেরিয়ে যাওয়া অস্ট্রেলিয়া দলের জন্য কিছুটা হলেও ধাক্কা বলে মনে করা হচ্ছে।
JUST IN: Mitchell Starc has withdrawn from the #AUSvIND T20I squad after being informed about a family illness.
There will be no replacement for the fast bowler in the squad, since Andrew Tye and Daniel Sams are already a part of it. pic.twitter.com/fLaZfS5xkW
— ICC (@ICC) December 6, 2020
How big a loss is this for Australia?#AUSvIND
— ICC (@ICC) December 6, 2020
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে মিচেল স্টার্কের পরিবারের একজন খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আর এমন সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সিরিজের মাঝপথে চলে গেলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, “এই মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানো দরকার স্টার্কের। ওর যতটা সময় প্রয়োজন আমরা ওকে দেব। ও পরিবারের সঙ্গে কথা বলে যখন উপযুক্ত মনে করবে তখনই ফিরে আসবে।”
"There is nothing in the world more important than family … We will give Mitch all the time he needs and welcome him back into the squad with open arms whenever he feels the time is right for him and his family." – Justin Langer
— cricket.com.au (@cricketcomau) December 5, 2020
আগেই চোটের জন্য টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তারপর চলে গেলেন মিচেল স্টার্ক। আর এই দুজনের অনুপস্থিতি অস্ট্রেলিয়া শিবিরে বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।