চলন্ত গাড়ির উপরে এসে পড়ল গাছ, শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘মিঠাই’ খ‍্যাত অনন‍্যা

বাংলাহান্ট ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন ‘কৃষ্ণকলি’ (Krishnakali) এবং ‘মিঠাই’ (Mithai) অভিনেত্রী অনন‍্যা গুহ (Ananya Guha)। মাঝরাস্তায় তাঁর চলন্ত গাড়ির উপরে এসে পড়ে একটি গাছ। টালিগঞ্জের উদ্দেশে যাওয়ার সময়েই ঘটে যায় এই ঘটনা। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিনেত্রী ও তাঁর বাবা সুস্থ রয়েছেন বলে খবর।

এদিন সকাল নটা নাগাদ শুটের জন‍্য বৌবাজার থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অনন‍্যা। গাড়িতে চালকের আসনে ছিলেন তাঁর বাবা। অভিনেত্রী বসেছিলেন পেছনের আসনে। হাজরার কাছে হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাতের মতো একটি গাছ এসে পড়ে তাঁদের গাড়ির উপরে।

whatsapp image 2022 05 26 at 11.22.30 am
অনন‍্যার বাবা জানান, তিনি ঠিক সময়ে ব্রেক কষেছিলেন। নয়তো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আরেকটু হলে গাছটি তাঁদের গাড়ির মাঝামাঝি এসে পড়ত। বরাত জোরে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন বাবা মেয়ে। স্থানীয় মানুষজন এবং কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে উদ্ধার করে।

গাড়ির দরজা কেটে অনন‍্যা ও তাঁর বাবাকে উদ্ধার করা হয় বলে খবর। তবে কারোরই কোনো চোট লাগেনি। সঠিক সময়ে ব্রেকটা কষেছিলেন বলে এ যাত্রা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। নয়তো প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। তবে এদিন আর শুটিংয়ে যেতে পারেননি অনন‍্যা।

Screenshot 2022 05 26 13 16 11 828 com.instagram.android
এই মুহূর্তে জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালে পিঙ্কির চরিত্রে অভিনয় করছেন অনন‍্যা। খলনায়ক ওমি আগরওয়ালের বোন হল পিঙ্কি। সদ‍্য চরিত্রটি এনট্রি নিয়েছে সিরিয়ালে। ইতিমধ‍্যেই স‍্যান্ডির সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে পিঙ্কির। মূলত স‍্যান্ডি আর পিঙ্কির গল্পই এখন বেশি দেখানো হচ্ছে সিরিয়ালে।

এছাড়াও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালেও অপরাজিতা আঢ‍্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনন‍্যা। এর আগে কৃষ্ণকলি সিরিয়ালে মুন্নির চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর