বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত নাম সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জি বাংলার সুপারহিট মেগা সিরিয়াল ‘মিঠাই’তে (Mithai) প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। এই সিরিয়াল শেষ হতে না হতেই টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় পা রেখেছিলেন মিঠাই রানী।
সায়ককে আনফলো করলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)
আপাতত তাঁর ঝুলিতে রয়েছে আরও একটি সিনেমা যা মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে আরও একবার নতুন করে বিতর্কে জড়ালেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর দুটো সিনেমা করতেই আচমকাই নাকি দেমাগ বেড়ে গিয়েছে অভিনেত্রীর। ইন্ডাস্ট্রিতে অনেক সহকর্মীরাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। কানাঘুঁষো শোনা যায় অহংকারে নাকি মাটিতে পা পড়ছে না সৌমিতৃষার (Soumitrisha Kundu)।
একসময় অভিনেত্রীর কাছের বন্ধু ছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর আগেই নিজের একাধিক সহ অভিনেতাদের ইনস্টাগ্রামে আনফলো (Unfollow) করেছেন অভিনেত্রী। এবার নিজের আরও এক কাছের বন্ধুকে আনফলো করেছেন প্রধান নায়িকা। অথচ একসময় তাঁর সাথেই রিল বানাতেন, বাইরে পার্টি করতেন আবার শুটিং শেষে ঘুরতেও যেতেন নায়িকা।
প্রসঙ্গত রবিবার ছিল বন্ধুত্ব দিবস এইদিন নিজের দাদা বৌদি এবং মায়ের সাথে সোশ্যাল মিডিয়ার ছবি শেয়ার করে একটি লম্বা পোস্ট করেছিলেন অভিনেতা। আসলে সেই পোস্টের মাধ্যমে অভিনেতা বোঝাতে চেয়েছিলেন বন্ধুরাও একটু বিখ্যাত হলেই হাত ছাড়তে পারে। কিন্তু পাশে সবসময় থাকে পরিবার।
আরও পড়ুন: নিখুঁত অভিনয়ের পাশাপাশি রয়েছে বিশেষ প্রতিভা! এবার নতুন পেশায় ‘মিঠাই’ অভিনেতা সৌরভ
তাই এক্ষেত্রে অভিনেতা যে নাম না করেই এককালের ঘনিষ্ঠ বন্ধু সৌমিতৃষার কথাই বলেছেন তা একপ্রকার স্পষ্ট হয়ে যায় বাংলা সিরিয়ালের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনন্যা গুহর (Ananya Guha) করা মন্তব্যে। এদিন সায়কের ওই পোস্টের কমেন্ট সেকশনে অনন্যা গিয়ে কমেন্ট করেছিলেন ‘কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল নাকি রে?’
অনন্যর এই কমেন্টের জবাবে ক্ষোভ উগরে দিয়েছিলেন এক সৌমিতৃষা ভক্ত। যা বর্তমানে মুছে ফেলা হয়েছে। তবে এখনও জলজল করছে সেই নেটিজেনকে দেওয়া অনন্যার জবাব। দেখা যাচ্ছে সেখানে অনন্যা লিখেছেন, ‘অন্তত দুটো সিনেমা করে, পিছন ফুলিয়ে বসে থাকি না। ১২ বছর হল কাজ করছি, আমরা অভিনয় ক্ষমতা বিচার করার আপনি কে? সে আমার জুনিয়র আমি বলতেই পারি!’