মণ্ডপে ভিড় দেখে বুঝলাম উৎসব হয়েছে! রেড রোডের পুজো কার্নিভাল নিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

বাংলা হান্ট ডেস্ক : রেড রোডের দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রত্যেক বছরের মত এবছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডে  চলছে দুর্গাপুজোর কার্নিভাল। অন্যদিকে প্রতিবাদ আন্দোলনে সামিল রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। একই সাথে কলকাতার রাণী রাসমণি রোডে দ্রোহ কার্নিভাল ডাক দিয়েছিলেন রাজ্যের অনশনরত জুনিয়র চিকিৎসকরা।

পুজো কার্নিভাল নিয়ে বিস্ফোরক সৌমিতৃষা (Soumitrisha Kundu)

উত্তপ্ত পরিস্থিতির কথা আঁচ করেই শুরুতে এই কার্নিভালের  বিরুদ্ধে ১৬৩ ধারা জারি করেছিল করেছিল পুলিশ প্রশাসন। যদিও পরে পুলিশের জারি করা ১৬৩ ধারা খারিজ করে দ্রোহ কার্নিভালের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর। অন্যদিকে রেড রোডে মুখ্যমন্ত্রীর দুর্গা পুজোর  কার্নিভালে প্রতিবারের মতো এবারও দেখা গেল  টলি পাড়ার বেশ কিছু চেনা মুখ।

এদিন এই মঞ্চে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) থেকে শুরু করে নুসরাত জাহান সহ বাংলা সিনেমা জগতের আরও এক ঝাঁক অভিনেত্রী। যদিও অন্যান্য বারের তুলনায় এবারের ভিড় ছিল অনেকটাই কম।

আরও পড়ুন : দেখা দিয়েছিলেন স্বয়ং মা! শিহরণ জাগাবে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোর এই অলৌকিক কাহিনী

অন্যদিকে এবছর শুটিংয়ের জন্য প্রসেনজিৎ রয়েছেন শহরে বাইরে। আর দেব রয়েছেন বিদেশে। এরইমাঝে এই সংবেদনশীল বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়ে ছোট পর্দার মিঠাই রানী ওরফে সৌমিতৃষা  কুন্ডুর সাথে যোগাযোগ করেছিল টিভি নাইন বাংলা। এই রেড কার্নিভাল প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিতৃষা (Soumitrisha Kundu) স্পষ্ট জানিয়েছেন, ‘আমি যাচ্ছি। ওখানে গিয়ে যদি বিতর্কের মুখে পড়তে হয়, তবে সবাই যা করবেন, আমিও তাই করব। আমি আন্দোলনের বিরোধী নই।’

Durga 2

এরপরেই চাঁচাছোলা ভাষায় অভিনেত্রী বলেছেন, ‘তবে মণ্ডপে মণ্ডপে যে হারে ভিড় দেখলাম, তাতে তো বোঝা গিয়েছে যে উৎসব হয়েছে। এবার নতুন জামা পরে ঠাকুর দেখার পর কার্নিভাল এড়িয়ে যাওয়ার কোনও মানে হয় না। বছরকার দিন, মা চলে যাচ্ছে, সকলের মতো আমিও সেখানে উপস্থিত হব। প্রতিবাদ প্রতিবাদের মতোই হবে কার্নিভালে যাওয়া মনে প্রতিবাদের বিরোধিতা করছি এমনটা একেবারেই না। আর ট্রোল হওয়ার ভয়ে যদি কেউ ভাবেন যাবেন না, তবে আমি বলব, তাঁদের মেরুদণ্ড নেই।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর