বাংলাহান্ট ডেস্ক : বিয়ের সিজন এখনো চলছে পুরোদমে। গত বছর এবং এই বছর মিলিয়ে ছোটপর্দা এবং বড়পর্দার বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী সেরেছেন বিয়ে। আগামীতেও আরো কয়েকজন তারকার বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে। গত বছরই বিয়ে সেরেছেন ‘মিঠাই’ (Tonni Laha Roy) সিরিয়ালের নায়ক তথা বর্তমানে ‘মিত্তির বাড়ি’র ধ্রুব ওরফে আদৃত রায়। এবার ফের বিয়ের সানাই বাজতে চলেছে মিঠাই টিমে।
চুটিয়ে প্রেম করছেন মিঠাই (Tonni Laha Roy) অভিনেত্রী
জি বাংলার জনপ্রিয় এই পুরনো সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের আজও মনে রেখেছেন দর্শকরা। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। বেশ অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন তিনি। অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে তাঁর প্রেম বেশ চর্চিত টলিপাড়ায়। মাতৃবিয়োগের যন্ত্রণাই কাছাকাছি এনেছিল তাঁদের।
মাকে হারিয়েছেন অভিনেত্রী: গত বছর নিজের মাকে স্তন ক্যানসারে হারান তন্বী (Tonni Laha Roy)। দুই মেয়েকে ব্যস্ত না করার জন্য অসুস্থতার খবর লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রীর মা। স্টেজ থ্রিতে ক্যানসারের সময় বাড়াবাড়ি হওয়াতে ধরা পড়ে সবটা। কিন্তু তখন আর শেষরক্ষা করা যায়নি। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তন্বী (Tonni Laha Roy)। এখনো মাকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তিনি। মৃত্যুর পর মায়ের প্রথম জন্মবার্ষিকীতেও তাঁর পোস্টে স্পষ্ট যন্ত্রণার ছাপ।
আরো পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই ‘সারেগামাপা’য়, ১০ জনের ঠাঁই ফিনালেতে, কোন দুজন হলেন বিজয়ী?
নায়িকার পাশে ছিলেন প্রেমিক: তবে ওই সময়টা তন্বীর (Tonni Laha Roy) পাশে দাঁড়িয়েছিলেন রাজদীপ। আসলে এক বছর আগে তিনিও একই রোগে হারিয়েছেন নিজের মাকে। পরস্পরের মধ্যেই আশ্রয় খুঁজে পেয়েছিলেন রাজদীপ তন্বী (Tonni Laha Roy)। সম্পর্কটা লুকিয়ে রাখেননি কেউই। তাঁদের যুগল ছবি নেটিজেনদের মন ভরিয়ে দেয়। কিন্তু বিয়ের প্ল্যান কবে করছেন তন্বী?
আরো পড়ুন : হয়ে গেল শেষ দিনের শুটিং, মাত্র ৫ মাসেই পথচলা থামছে জি এর মেগার!
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আপাতত আগে মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীর কাজটা করবেন। তারপর ভাববেন বিয়ের কথা। এখনো দুজনেরই কিছুটা সময় লাগবে সবকিছু গুছিয়ে নিতে। প্রসঙ্গত, রাজদীপ এবং তন্বী দুজনেই আগে কাজ করেছেন ‘বাক্স বদল’ সিরিয়ালে। তবে তখন প্রেম হয়নি তাঁদের। আসলে সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। এখন দুজনের ‘হ্যাপি এন্ডিং’ দেখার আশায় রয়েছেন অনুরাগীরা।