ছক্কা হাঁকাচ্ছে ‘মিঠাই’, গুনগুনের ন‍্যাকামিই টিআরপি কমালো ‘খড়কুটো’র!

বাংলাহান্ট ডেস্ক: মিষ্টিপ্রেমী বাঙালির ‘মিঠাই’ (mithai) এর প্রতি ভালবাসা অব‍্যাহত। টানা কয়েক সপ্তাহ জুড়ে দর্শকদের বিচারে সেরার স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। উচ্ছে বাবু মিঠাইয়ের টক মিষ্টি প্রেম কাহিনি প্রতি সপ্তাহেই তুঙ্গে তুলছে টিআরপি।

এই সপ্তাহেও টিআরপি তালিকায় সবার উপরে স্থান পেয়েছে মিঠাই। ৯.৩ পয়েন্ট পেয়ে অন‍্যদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে এই সিরিয়াল। মিঠাইকে নিজের স্ত্রী বলে না মানলেও তার প্রতি একটু একটু করে নরম হচ্ছে সিদ্ধার্থর মন। তবে সোম ও তোর্সার চক্রান্তে আবার তা বিষিয়ে যেতেও সময় লাগছে না।

IMG 20210423 151748
সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে। দাদাইয়ের কথায় মিঠাইয়ের উপর রাগ করে বাড়ি ছেড়ে কোম্পানির গেস্ট হাউজে চলে যায় সিদ্ধার্থ। তার যাওয়ার কিছুক্ষণ পরেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় গেস্ট হাউজে। টিভিতে এই খবর দেখেই নিজের প্রাণ বাজি রেখে উচ্ছে বাবুকে রক্ষা করে মিঠাই। তার এই কাজে সিড তো বটেই তার বাবাও হতবাক হয়ে গিয়েছেন। সব মিলিয়ে বেশ টানটান উত্তেজনা চলছে সিরিয়ালে।

দ্বিতীয় স্থানেই রয়েছে জি বাংলার আরেক নতুন সিরিয়াল অপরাজিতা অপু। প্রাপ্ত নম্বর ৮.৩। মোনালিসা পালিয়ে যাওয়ায় তার জায়গায় দীপুর স্ত্রী হয়ে এসেছে অপু। শাশুড়ির মনে জায়গা করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। অপরদিকে মাসিমণির কূট বুদ্ধি তা হতে দেবে না। বলা বাহুল‍্য এই সিরিয়ালও দর্শকদের বেশ মাতিয়ে রেখেছে।

পুরনো চাল ভাতে বাড়ে, এই প্রবাদকে সত‍্যি করে তৃতীয় স্থান দখল করেছে কৃষ্ণকলি। ঝুলিতে নম্বর ৮.২। তবে নতুন টুইস্ট আনলেও ভাগ‍্যে শিকে ছেঁড়েনি খড়কুটোর। ৭.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল। তবে টিআরপি কমার জন‍্য গুনগুনের চরিত্রটিকেই অনেকাংশে দায়ী করেছেন দর্শকদের একাংশ।

80244859 2
তাদের মতে সিরিয়ালটি এবার একঘেয়ে হতে শুরু করেছে। গুনগুনের প্রতিদিনকার কাণ্ডকারখানা প্রথম প্রথম বেশ মজার লাগলেও এখন কিছুটা বিরক্তিকর লাগতে শুরু করেছে। গুনগুনের এই ন‍্যাকা হাবভাবের জন‍্যই টিআরপি ক্রমশ কমের দিকে বলে মত সিরিয়ালের দর্শকদের।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যমুনা ঢাকি। প্রাপ্ত নম্বর ৭.৩। ৭.২ পেয়ে শ্রীময়ী হয়েছে ষষ্ঠ। করুণাময়ী রাণী রাসমণির অবস্থা এ সপ্তাহেও বেশ খারাপ। ৬.৯ পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই সিরিয়াল। চলতি সপ্তাহে সেরা চ‍্যানেল হয়েছে জি বাংলা।


Niranjana Nag

সম্পর্কিত খবর