বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Serial) প্রসঙ্গ উঠলে মিঠাইয়ের (Mithai) প্রসঙ্গ উঠবে না, এমনটা হতেই পারে না। জি বাংলার চ্যানেল টপার সবথেকে বেশিদিন ধরে বাংলা সেরা থাকার রেকর্ডও গড়েছে। সিড মিঠাই জুটির নাম এখন বাংলার ঘরে ঘরে। প্রায় দেড় বছর আগে শুরু হওয়া সিরিয়াল এখনো দর্শকদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে।
এই দেড় বছর ধরে মোদক পরিবারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছেন দর্শকরা। আপাতত আনন্দের সময় চলছে মনোহরায়। ওমি আগরওয়াল মারা যাওয়ার পর সিদ্ধার্থও খুনের অভিযোগ থেকে মুক্তি পেয়েছে। সদ্য জন্মাষ্টমী উৎসব পালনের পর এবার সিড মিঠাইয়ের বিবাহ বার্ষিকী সেলিব্রেশন হচ্ছে মনোহরায়।
অনেকদিন পর ‘সিধাই মোমেন্ট’ পেয়েছে দর্শকরা। পরিকল্পনা করে মিঠাই রানীকে বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ দিয়েছে সিড। বড়রা সহ হল্লা পার্টিকেও মিথ্যে গল্প বলে বাড়ির বাইরে পাঠিয়ে একা গোটা বাড়ি সাজিয়েছে উচ্ছেবাবু। তারপর মিঠাইকে নিজের হাতে শাড়ি, গয়না পরিয়ে সাজিয়েছে।
চতুর্দিকে মোমবাতি, বেলুন, ছবির মাঝে বসে গিটার বাজিয়ে মিঠাইকে গানও শুনিয়েছে সিড। ফুলশয্যায় বাকি থাকা আংটি উপহার দিয়েছে এদিন। পালটা কালো শাড়িতে আবেদনময়ী অবতারে উচ্ছেবাবুকে নাচ করে দেখিয়েছে মিঠাই। জমজমাট পর্ব দেখে মুখে হাসি আর ধরছে না দর্শকদের।
কিন্তু একটা অভিযোগ রয়েই গিয়েছে তাদের। সিড মিঠাইয়ের পরনে সেই পুরনো শাড়ি আর শার্ট কেন? বিবাহ বার্ষিকীতেও কি দুজনকে একটু নতুন পোশাক পরানো যেত না? অনেকেই প্রশ্ন করেছেন, মিঠাইয়ের শাড়িটা দেখে মনে হচ্ছে এটাই স্যান্ডির বিয়ে অথবা নীপার বৌভাতে পরেছিল। সেই গুলি লাগা শাড়িই আবার পরানো হয়েছে মিঠাইকে। অন্যদিকে সিডের পরনেও সেই পুরনো শার্ট।
একজন প্রশ্ন করেছেন, জি কাকু এত কিপটে কেন? নায়ক নায়িকাকে এমন গুরুত্বপূর্ণ দিনেও একটু রঙমিলান্তি ভাবে সাজানো যেত না? আবার কয়েকজন মন্তব্য করেছেন, মিঠাইয়ের ব্লাউজটা পুরনো হলেও শাড়িটা নতুনই মনে হচ্ছে। তাছাড়া সৌমিতৃষা লাল আর হলুদ শাড়িতে সাজতে ভালবাসেন। তাই এভাবেই বেশি সাজানো হয় তাঁকে।