দু বছর পরেও দর্শকদের বিচারে তুফান মেলই সেরা বৌমা, জগদ্ধাত্রী-গৌরীদের হারিয়ে ফের সেরার সেরা ‘মিঠাই’

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (Mithai) মানেই নতুন চমক। সম্প্রচার শুরু হওয়ার দু বছর পরেও যে সিরিয়ালের কাছ থেকে দর্শকদের প্রত‍্যাশা এতটুকুও কমেনি। এই দু বছরে অনেক নতুন সিরিয়াল এসেছে, আবার চলেও গিয়েছে। কিন্তু মিঠাই এখনো বহাল তবিয়তে নিজের জায়গা ধরে রেখেছে। জি বাংলার এই সিরিয়াল প্রমাণ করে দিয়েছে, দর্শকদের ভালবাসা সবসময় টিআরপি দিয়ে নির্ধারণ করা যায় না।

সবথেকে বেশি বার বাংলা সেরা হয়ে রেকর্ড গড়েছিল মিঠাই। টিআরপি তালিকার শীর্ষস্থান হাতছাড়া হয়েছে দীর্ঘদিন, কিন্তু এতদিন পরেও মিঠাই রয়েছে সেরা দশের মধ‍্যে। নতুন নতুন টুইস্ট আসার পরে টিআরপি ধীরে ধীরে বাড়ছে আবারো। আর এবার তাবড় জনপ্রিয় সিরিয়ালকে টেক্কা দিয়ে ফের সেরার শিরোপা ছিনিয়ে নিল মিঠাই।

Mithi mithai
প্রতি মাসে Ormax Media-র তরফে একটি সমীক্ষা করা হয়, যেখানে বিভিন্ন বাংলা সিরিয়ালের চরিত্রগুলির মধ‍্যে জাতীয় স্তরে জনপ্রিয়তার নিরিখে একটি তালিকা প্রকাশ করা হয়। ডিসেম্বর মাসের সমীক্ষার ফলাফল ইতিমধ‍্যেই সামনে এসে গিয়েছে। আর দর্শকদের বিচারে এখনো সেরার মুকুট ধরে রেখেছে মিঠাই।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে মিঠাই, দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, তিন নম্বরে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে গাঁটছড়ার খড়ি আর পঞ্চম স্থানে রয়েছে মাধবীলতা। পরপ‍র ২০ বার জাতীয় স্তরে সেরার স্থান দখল করল মিঠাই। নতুন নতুন গল্প আনলেও মোদক বাড়ির বৌমাকে টেক্কা দেওয়ার জোর নেই কারোরই।

প্রসঙ্গত, আপাতত সিরিয়ালে বেশ টানটান উত্তেজনার পর্ব চলছে। মিঠির উপস্থিতিতেই হাজির মিঠাইয়ের মতো কেউ। আসলে সিড আর মিঠির মধ‍্যে ভাঙন ধরাতে সবটাই সৌমির পরিকল্পনা। কিন্তু সিডের এক রকম বিশ্বাস হয়ে গিয়েছে, মিঠাই ফিরে এসেছে। শেষমেষ মিঠাই মিঠি এক হয়ে কি বড় কোনো মোড় নেবে গল্প? আশায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর