বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে বছর ঘুরে এল। বাংলা সিরিয়ালের দুনিয়ায় এক বছর পূর্ণ করে ফেলল ‘মিঠাই’ (mithai)। সিরিয়ালের ট্যাগলাইনের যথার্থতা প্রমাণ করেই এই এক বছর দর্শকদের ‘সুখে দুখে মিষ্টি মুখে’ই রেখেছে মোদক পরিবার। সবার মুখে এখন একটাই নাম ‘সিড-মিঠাই’।
এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জুটিগুলির মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকেই থাকবে সিদ্ধার্থ ও মিঠাইয়ের জুটি। প্রথমটা একে অপরকে তেমন পছন্দ না এক বছর পর গল্পটা একেবারেই অন্য রকম। ২০২১ এর জানুয়ারিতে টেলিভিশনে পথ চলা শুরু করেছিল মিঠাই। ২০২২ এর জানুয়ারিতে পূর্ণ হল এক বছর।
এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। দাদাই, ঠাম্মি, হল্লা পার্টি সহ গোটা মোদক পরিবারের সঙ্গে নানান স্মরণীয় মুহূর্তের ছবি নতুন করে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন মিঠাই! আমরা সাফল্যের সঙ্গে এক বছর পূর্ণ করে ফেললাম! আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ। ভালবাসতে থাকুন, দেখতে থাকুন… জয় গোপাল!’
সোশ্যাল মিডিয়ায় যেমন সক্রিয় থাকেন সৌমিতৃষা, তেমনি তাঁর ফ্যান ফলোয়িংও দেখার মতো। সিড মিঠাইয়ের একাধিক ফ্যানপেজ রয়েছে ইনস্টাগ্রামে। ভালবাসা উপুর করে উপহার পাঠিয়েছেন তারা। মেকআপ রুমে সোফায় রাখা উপহার, চকোলেটের বাক্সের সঙ্গে নিজেরও ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা। ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দর্শকদের।
https://www.instagram.com/p/CYTXo1rhPUw/?utm_medium=copy_link
এর আগে শুটিং শুরুর প্রথম দিনকার স্মৃতিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। প্রথম দিনের শটেই পা কেটে গিয়েছিল চঞ্চল সৌমিতৃষার। রক্তাক্ত পায়ের ছবির সঙ্গে, প্রথম শটের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে একটি আবেগঘন বার্তা।
সৌমিতৃষা লিখেছিলেন, ‘শুটিং শুরু হওয়ার পর থেকে এই একটা বছর দারুন কাটল। আমার মনে আছে শুটিংয়ের প্রথম দিনটা। মিঠাইয়ের সেই স্বপ্ন দেখার দৃশ্য। প্রথম দিনের ছবি আর আমার চোট লাগার কিছু ছবিও ফোনের গ্যালারিতে রয়েছে। আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। চোট পেয়েছি, ব্যথা পেয়েছি। কিন্তু পরিচালক আর ডিওপি যখনি বলতেন, “খুব ভাল হয়েছে শটটা” তখনি মুখে হাসি ফুটে উঠত। এভাবেই সফল ভাবে এক বছর কাটিয়ে দিলাম আমরা। কীভাবে সময় কেটে যায়! আমাদের ভালবাসতে থাকুন।’
https://www.instagram.com/soumitrishaofficial/p/CYTbPUThrZ6/?utm_medium=copy_link
মিঠাই সিরিয়ালের এই পরিমাণ সাফল্য নিঃসন্দেহে টেলিদুনিয়ায় একটা বড় রেকর্ড। মন ছুঁয়ে যাওয়া গল্প, যৌথ পরিবারের বন্ধন আর প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয় এই সিরিয়ালের সাফল্যের চাবিকাঠি। এখনো পর্যন্ত মিঠাই অপরাজেয়। নতুন বছরেও এই তকমা বজায় রাখতে পারবে তো সে? নতুন কী চমক অপেক্ষা করছে? উত্তর দেবে সময়।