সত‍্যিই এতদিনের বাঁধা স্লট খোয়াচ্ছে ‘মিঠাই’! গুঞ্জনে শিলমোহর দিলেন সিরিয়াল পরিচালক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত এক-দুদিন ধরে টেলিপাড়া তোলপাড় ‘মিঠাই’কে (Mithai) নিয়ে। জি বাংলার এই পুরনো সদস‍্যের নাকি সম্প্রচার সময় বদলাতে চলেছে। দেড় বছরেরও বেশি আগে যখন মিঠাই শুরু হয়েছিল তখন থেকেই রাত আটটাতেই সম্প্রচারিত হয়ে আসছে সিরিয়ালটি। একাধিক নতুন পুরনো সিরিয়ালের টাইম স্লট বদলালেও মিঠাইয়ের নড়চড় হয়নি। এতদিনের স্লটেই কিনা এবার হাত পড়তে চলেছে!

টেলিপাড়ায় খবর ছড়ায় আলোর গতিতে। চ‍্যানেলের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও মিঠাইয়ের স্লট পরিবর্তনের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। খবর ছড়িয়েছে, রাত আটটার পরিবর্তে নাকি সন্ধ‍্যা ছটায় দেখা যাবে মিঠাই। সেটা অবশ‍্য এখনি নয়, আগামী ১৪ নভেম্বর থেকে। কারণ ওই সময় থেকেই শুরু হচ্ছে জি এর নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’।


অন‍্যদিকে এখন ছটায় সম্প্রচারিত হয় ‘পিলু’। যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, পিলু নাকি এবার শেষের পথে। রঞ্জা মল্লারের বিচ্ছেদের পরেও মিলন দেখিয়েই হ‍্যাপি এন্ডিং দিয়ে শেষ হবে পিলু। তার জায়গা নেবে মিঠাই। চ‍্যানেলের অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া পেজে দিনরাত শাপশাপান্ত করছেন দর্শকরা। মিঠাইয়ের স্লট পরিবর্তন করা যাবে না, একটাই দাবি তাদের।

এহেন দাবির কি আদৌ ভিত্তি আছে কোনো? সত‍্যিই কি স্লট বদলাচ্ছে মিঠাইয়ের? পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস সংবাদ মাধ‍্যমকে জানান, তাঁর যতদূর মনে হয় মিঠাইয়ের স্লট বদলাতে চলেছে। রাত আটটার বদলে সন্ধ‍্যা ছটায় দেখা যাবে আগামী মাস থেকে। তবে পিলুরও সময় বদলাবে নাকি শেষই করে দেওয়া হবে সেটা তিনি জানেন না বলেই জানান।


যতদিন মিঠাই বাংলা সেরা ছিল ততদিন হাত পড়েনি টাইম স্লটে। অন‍্য সিরিয়ালের স্লট পরিবর্তন হলেও রাত আটটার প্রাইম স্লট ছিল মিঠাইয়ের দখলেই। কিন্তু এখন বাংলা সেরা হওয়া তো দূর, সেরা পাঁচেই জায়গা হচ্ছে না মিঠাইয়ের। সেজন‍্যই কি এতদিনের স্লট পরিবর্তন?

প‍রিচালক অবশ‍্য জানান, তাঁরা এভাবে দেখছেন না বিষয়টাকে। নতুন একটা সিরিয়াল আসতে চলেছে, তার জন‍্য যা করণীয় তাই করা হবে। আর তাঁর মতে সিরিয়াল ভাল হলে রাত আটটা হোক ছটা যখনি দেখানো হোক না কেন দর্শক ঠিকই দেখবে।

সম্পর্কিত খবর

X