রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘আমি কলকাতার রসগোল্লা’ গেয়ে স্টেজ কাঁপালেন ‘মিঠাই’ সৌমিতৃষা

বাংলা হান্ট ডেস্ক : ছোটপর্দার অন্যতম জনপ্রিয় এবং পরিচিত মুখ হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে তিনি যে ফ্যানবেস তৈরি করেছেন তা খুব কম মানুষই পেরেছে। স্টার জলসার ‘মা’ সিরিয়ালের পর ‘মিঠাই’ একমাত্র সিরিয়াল যে এমন জনপ্রিয়তা তৈরি করতে পেরেছে। তবে এখন ‘অনুরাগের ছোঁয়া’র রয়েছে লাইনে।

যাইহোক, ‘মিঠাই’ সিরিয়ালের পর সৌমিতৃষার ভাগ্যের চাকাই ঘুরে গেছে। ছোটপর্দা থেকে লাফ দিয়ে সোজা পৌঁছে গেছেন বড় পর্দায়। আর তাও আবার দেবের (Dev)  বিপরীতে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৌমিতৃষা আর দেবের আসন্ন ছবি ‘প্রধান’র (Pradhan) শুটিং। তার সাথে বিভিন্ন মাচা শো-তেও অংশ নিচ্ছেন নায়িকা। আর এবার সেই মাচা শো-র দৌলতেই প্রকাশ্যে এল নায়িকার এক গোপন প্রতিভার কথা।

অনেকেই হয়ত জানেননা যে, সৌমিতৃষা যেমন সুন্দর অভিনয় করেন ঠিক তেমন সুন্দর গান-ও করেন। কোনও মাচা শো-তে এলেই নেচে গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন তিনি। আবার কখনও বা বলে ওঠেন মিঠাই-র ডায়লগ। এই যেমন সদ্যই এক মাচা শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মিঠাইয়ের সংলাপ বলে দর্শকদের মনোরঞ্জন করছেন তিনি। তার ফাঁকে ফাঁকে গানও গেয়ে শোনালেন।

আরও পড়ুন : ‘গদর ২’র সাফল্যের আবহে দুঃখের ঝড়! প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ সানির পরিবার

আর তাতেই বাজিমাত। মিঠাই রানির গলায় ‘আমি কলকাতার রসগোল্লা’ শুনে রীতিমত মুগ্ধ সকলে। এইদিন বেগুনি রঙের একটি ডিজাইনার শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। প্রিয় নায়িকাকে এত কাছ থেকে দেখে ভিডিও করবেননা তাই কখনও হয়! আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেউ। আর সেটাই ভাইরাল হয়েছে ঝড়ের গতিবেগে।

আরও পড়ুন : চরম প্রতারণা! কী কারণে বচ্চন পরিবারের এই ৩ সদস্যের প্রতি বিরক্ত সানি দেওল?

প্রসঙ্গত উল্লেখ্য, সৌমিতৃষা এখন দেবের ছবি ‘প্রধান’ নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই প্রধানের স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও শুটিং-র আগেই অসুস্থ হয়ে পড়েন দেব। তবে কিছুদিন আগেই সহ অভিনেতা অম্বরিশ জানিয়েছেন দেব এখন অনেকটাই সুস্থ। কাজও শুরু করে দিয়েছেন তিনি। যে কারণে মিঠাই রানির এখন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর