ফিরে এল চারুলতা’র নস্টালজিয়া! মিঠাই খ্যাত তোর্সা অভিনেত্রী তন্বীর নতুন লুক দেখে অবাক দর্শক

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি তোর্সা (Torsha) নামেই বেশি পরিচিত। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’তে (Mithai) তোর্সা চরিত্রে অভিনয় করে বাংলা জোড়া  খ্যাতি পেয়েছিলেন তিনি (Tonni Laha Roy)।  সিরিয়ালে নায়িকা হওয়ার সমস্ত গুণ  থাকলেও এখনও পর্যন্ত কোনও  ধারাবাহিকেই  প্রধান নায়িকার চরিত্রে দেখা যায়নি তন্বীকে (Tonni Laha Roy) ।

‘চারুলতা’ লুকে চমকে দিলেন তোর্সা অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)

এই ধারাবাহিকের শুরুর দিকে তোর্সাকে  দেখা গিয়েছিল খলনায়িকার চরিত্রে। যদিও সময়ের সাথে ধীরে ধীরে তাঁর  চরিত্রের মধ্যে আসে আমুল পরিবর্তন। প্রথমদিকে সিদ্ধার্থের প্রেমে পাগল তোর্সা মোদক বাড়ির বউ হওয়ার জন্য নানান চক্রান্ত করেছিল। কিন্তু গোপালের আশীর্বাদে কোনো ভাবেই মিঠাইকে টেক্কা দিতে পারেনি সে।

যদিও পরবর্তীতে মোদক বাড়ির ছেলে সোমের সাথে বিয়ে করে তোর্সা মোদক বাড়ির বউ হয়ে আসে। এই মেগা সিরিয়াল শেষ হওয়ার পর, এখনও পর্যন্ত তন্নীকে ছোটপর্দায়  ফিরতে দেখা যায়নি। তবে এই সুন্দরী নায়িকা সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন। সেখানেই রয়েছে তাঁর অগণিত ফ্যান ফলোয়িং। সোশ্যাল মিডিয়ায়  হামেশাই নিজের ব্যক্তিগত জীবনের নানান  ছবি শেয়ার করতে দেখা যায় তন্নীকে। 

আরও পড়ুন : বন্ধুত্ব-হীনতায় ভুগছেন সোনামণি! এতদিন অভিনয় করার পর আজও কীসের আফসোস রয়েছে তাঁর?

প্রসঙ্গত কিছুদিন আগেই মাতৃহারা হয়েছেন তন্নী। সেই সময় মনের দিক দিয়ে দারুন ভেঙে পড়েছিলেন নায়িকা। সেকথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আবেগপ্রবণ পোস্ট  করেছিলেন তিনি। এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায়  সাদাকালো ছবিতে তন্নী ধরা দিলেন একেবারে চারুলতার সাজে। সাদা কালো ছবিতে ছোটপর্দার যেন অববিকল পুরানো বাংলা সিনেমার  নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

এদিন সাদাকালো ছবিতে চারুলতার সাজে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন ‘ইতি -তোমার চারুলতা।’ প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘নষ্টনীড়’ উপন্যাস অবলম্বনে অনেক আগেই ‘চারুলতা’ নির্মাণ করেছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। বাংলার এই ক্লাসিক সিনেমায় চারুলতা হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এবার এই চারুলতা লুক দেখে সেই পুরনো চারুলতার নস্টালজিয়াই ফিরে পেলেন দর্শক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর