মিঠাই-সিড-তোর্সা কে নেই! সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয় মোদক পরিবারের ছোটবেলার ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি মনে ‘মিঠাই’ (mithai) এর আধিপত‍্য অব‍্যাহত। মিষ্টিপ্রেমী বাঙালির জন‍্য একেবারে যুৎসই সিরিয়াল নিয়ে এসেছে জি বাংলা। সেইজন‍্যই তো দু মাস পেরিয়েও একই রকম রমরমা মিঠাইয়ের। সিড মিঠাইয়ের দুষ্টুমিষ্টি রোম‍্যান্সের পাশাপাশি সিরিয়ালের অন‍্য চরিত্রগুলিকেও ভালবেসে ফেলেছে দর্শকরা।

একান্নবর্তী পরিবারের জমাটি গল্প, চরিত্রের বুনন এবং অভিনেতা অভিনেত্রীদের সুন্দর অভিনয়ই মিঠাই এর সাফল‍্যের নেপথ‍্যের কারণ। শুধুমাত্র মূল চরিত্রে থাকা সিড মিঠাই নয়, পার্শ্বচরিত্রগুলিও একই রকম জনপ্রিয়তা পেয়ে আসছে দর্শকদের থেকে। এবার ভাইরাল হল সেই সব চরিত্রদেরই ছোট্টবেলার ছবি।

ছবি- ফেসবুক

ভাবছেন এ আর এমন কী! তারকাদের শৈশবের ছবি তো সোশ‍্যাল মিডিয়ায় অস্বাভাবিক কোনো ব‍্যাপার নয়। অনেক অভিনেতা অভিনেত্রীই নিজের ছোটবেলার ছবি অনুরাগীদের জন‍্য শেয়ার করেন নেটমাধ‍্যমে। তবে যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেগুলি আদতেই অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি নয়।

ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক

একটু ভাল করে দেখলেই বোঝা যাবে সেগুলি আসলে এডিটের কারসাজি। মিঠাই, সিদ্ধার্থ, নীপা, শ্রী, স‍্যান্ডি, রাজীব, নন্দা, কাকিমণি, সমরেশ এমনকি দাদাই এরও ছোটবেলাকার ছবি ভাইরাল। এসবই সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বেবি ফিল্টারের কেরামতি। মিঠাই ভক্তরা নিজেদের প্রিয় মোদক পরিবারের সদস‍্যদের ছবি এডিট করে শেয়ার করেছে ফ‍্যানক্লাবে। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল।

ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক

এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে মোদক পরিবারের বিজয়া সম্মীলনী। সদ‍্য সদ‍্য শেষ হয়েছে দূর্গাপূজো। তাই পরিবারের সকলে মিলে ঠিক করেছে বাড়িতেই করা হবে বিজয়া সম্মীলনী। আয়োজনে এবং পারফম‍্যান্সে রয়েছে মিঠাই, সিড, রুদ্র সহ গোটা হল্লা পার্টি। আর এই ফাঁকে মিঠাই সিড, শ্রী রাতুলও আরো কাছাকাছি আসছে। সব মিলিয়ে দর্শকরা উত্তেজনায় টইটম্বুর। আর তাদের ভালবাসাতেই এ সপ্তাহেও মোদক পরিবার এক নম্বরে।

X