সৌরভের ছাপিয়ে মিঠাইয়ের ‘দাদাগিরি’! মোদক পরিবারের তিন নায়িকার সঙ্গে চুটিয়ে নাচলেন ক্রিকেটের মহারাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (mithai) ম‍্যাজিকে মজে গোটা বাংলা। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার এই সিরিয়াল। এখনো পর্যন্ত মিঠাইয়ের জয়যাত্রা রুখতে পারেনি কেউ। এমনকি জনপ্রিয়তা এমন চূড়ায় উঠেছে যে অন‍্য ভাষাতেও তৈরি হয়েছে মিঠাই। এবার ‘দাদাগিরি’তেও (dadagiri) ছাপ ফেলতে পৌঁছে গিয়েছে মোদক পরিবার।

খুব শিগগিরি শুরু হতে চলেছে দাদাগিরি সিজন ৯। সেখানেই মনোহরার হাঁড়ি নিয়ে সপরিবারে হাজির মিঠাই। সিদ্ধার্থ, তোর্সা, সোম, রাজীব ও নন্দাকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে দাদাগিরি খেলতে চলে এল মিঠাই। আর মোদক পরিবার তো নিশ্চয়ই খালি হাতে আসবে না। শোয়ের শুরুতেই মনোহরার হাঁড়ি নিয়ে সৌরভকে মিষ্টি মুখ করায় মিঠাই।


এদিনের এপিসোডের কিছু ঝলক নিয়ে প্রকাশ‍্যে এসেছে একটি প্রোমো। সেখানেই দেখা গিয়েছে, মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু বলছেন দাদাগিরি হল ‘বচপন কা পেয়ার’। সঙ্গে সঙ্গে সৌরভের হাঁক, “এই ওর মাকে ফোন লাগাও তো!” সৌরভ মিঠাইয়ের খুনসুটিতে হেসে গড়িয়ে পড়ার যোগাড় মোদক পরিবারের। মিঠাই, তোর্সা ও নন্দার সঙ্গে ‘বচপন কা পেয়ার’ গানে পা মেলাতেও দেখা গিয়েছে সৌরভকে।

https://youtu.be/EIw4R2hxeQ4

কমেন্ট বক্সে উপচে পড়েছে দর্শকদের ভালবাসা। একজন সিড ওরফে আদৃতের পাশে একটি গিটারও লক্ষ‍্য করে লিখেছেন, দাদাগিরিতে গান গাইবে আদৃত! এটা মিস করা যাবে না। আবার আরেকজন লিখেছেন, বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো তে বাংলার সবথেকে জনপ্রিয় মিঠাই।

https://www.instagram.com/p/CUKMRzEsUl1/?utm_medium=copy_link

এখনো পর্যন্ত দুটি প্রোমো দেখানো হয়েছে দাদাগিরির যা দেখে বোঝা যাচ্ছে, আমাদের আশেপাশের সেই সব মানুষরা যারা তথাকথিত কোভিড যোদ্ধা নন, কিন্তু এই লকডাউনে তাদের এক অন‍্য জনদরদী রূপ দেখা গিয়েছে তাদের কুর্নিশ জানিয়েই এই নতুন সিজন। হাত বাড়ালেই বন্ধু হয়, এই মোটো নিয়েই পথচলা শুরু করছে দাদাগিরির নবম সিজন। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সম্প্রচারণ শুরু হবে দাদাগিরির। আর মিঠাইয়ের এপিসোড দেখানো হবে আগামী রবিবার।

সম্পর্কিত খবর

X