বাংলাহান্ট ডেস্ক: কারোর পৌষমাস কারোর সর্বনাশ। জি বাংলার সিরিয়ালগুলির (Serial) এখন এমনি হয়েছে দশা। একদিকে পুরনো সিরিয়ালগুলি যখন টিআরপির অভাবে ধুঁকছে, তখন নতুন শুরু হওয়া সিরিয়ালগুলি নিজেদের মধ্যেই টক্কর চালাচ্ছে বাংলা সেরা হওয়ার। তবুও প্রতি সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশ্যে আসলে সবার চোখই খোঁজে একটা নাম, ‘মিঠাই’ (Mithai)।
জি বাংলার এই সিরিয়াল ৫৬ বার বাংলা সেরা হয়ে রেকর্ড গড়েছে। এক সময়ে ১০ এরও বেশি রেটিং পেয়েছে মিঠাই। ধারেকাছে ঘেঁষতেই পারেনি কেউ। দীর্ঘদিন পর্যন্ত নিজের সিংহাসন ধরে রেখেছিল মোদক পরিবার। কিন্তু সেটা তো আর চিরকাল সম্ভব নয়। নতুন সিরিয়াল আসতে দর্শকরাও ঝুঁকছেন সেদিকে। তবুও দেড় বছর অতিক্রম করেও মিঠাই যে এখনো সেরা দশে টিকে রয়েছে এবং সর্বোপরি মিঠাইকে নিয়ে এত চর্চা হচ্ছে এটাই এই সিরিয়ালের সাফল্য বলে মনে করছেন ভক্তরা।
কিন্তু মিঠাই অনুরাগীদের জন্য রয়েছে এক খারাপ খবর। ক্রমাগত টিআরপি কমে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল, মিঠাই সম্ভবত নিজের দীর্ঘদিনের টাইম স্লট খোয়াতে পারে। রাত আটটায় প্রাইম টাইমে সম্প্রচারিত হয় মিঠাই। অনেক সিরিয়াল এসেছে, গিয়েছে কিন্তু টপার মিঠাইয়ের আটটার স্লটে হাত পড়েনি।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মিঠাই সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ শুরু হতে চলেছে খুব শিগগিরি। নিম আসলে মিঠাইকে সরতে হবে এমনটাই ভেবেছিলেন অনেকে। এবার শোনা যাচ্ছে, সেটাই সত্যি হতে চলেছে। সূত্রের খবর মানলে, আগামী ১৪ নভেম্বর থেকে নাকি রাত আটটার স্লট বদলে মিঠাইকে পাঠিয়ে দেওয়া হবে সন্ধ্যা ছটায় ‘পিলু’র স্লটে।
পিলু যে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে তার খবর ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। সেই স্থানেই নাকি জায়গা হবে মিঠাইয়ের। এখনো পর্যন্ত চ্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা না হলেও চ্যানেলের অফিশিয়াল পেজে ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শকরা। কেউ কেউ অভিযোগ করছেন, অনেক সিরিয়ালই তো আছে যেগুলো স্লট লিডার হতে পারে না। তারা তো দিব্যি টিকে রয়েছে। অথচ মিঠাইয়ের বেলায় এক মাসেই স্লট বদল!
এক মিঠাই ভক্ত রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জি বাংলা বেইমান। হাতের লক্ষ্মী পায়ে ঠেলার ফল খুব তাড়াতাড়ি পাবে চ্যানেল। আবার অনেকি দাবি করছেন, মিঠাইকে ছটায় না পাঠিয়ে বরং একেবারেই শেষ করে দিক। এত ভাল একটা সিরিয়ালের সঙ্গে এমন অবিচার মানা যায় না।
ইতিমধ্যেই ‘জাস্টিস ফর মিঠাই’, ‘নেভার চেঞ্জ স্লট টাইম ফর মিঠাই’, ‘স্ট্যান্ড উইথ মিঠাই’ হ্যাশট্যাগ দিয়ে জি বাংলাকে বয়কটের ডাক উঠেছে। তবে এখনো পর্যন্ত বিতর্ক নিয়ে চ্যানেল বা সিরিয়াল নির্মাতাদের তরফে কোনো মন্তব্য করা হয়নি।