‘মিঠাই’এর জন্মদিনে বৌয়ের হাতের কেক খেল সিদ্ধার্থ, পরক্ষণেই তুফান মেলের বিনুনি ধরে টান উচ্ছেবাবুর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবারই এক বছরের সফর সম্পূর্ণ করেছে ‘মিঠাই’ (mithai)। এই এক বছরে শুটিংয়ের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি অনুরাগীদের জন‍্য তুলে ধরেছিলেন সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। গোটা মোদক পরিবার উঠে এসেছিল সেই সব ছবিতে। এবার সেলিব্রেশনেরও একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

নিজের ব‍্যক্তিগত জীবন হোক বা মিঠাইয়ের শুটিং সেট, অনুরাগীদের জন‍্য মাঝেমধ‍্যেই ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন সৌমিতৃষা। এমন বিশেষ একটা দিনের সেলিব্রেশনও যে বাদ যাবে না তা বলা বাহুল‍্য। করোনার বাড়বাড়ন্তর মধ‍্যেও খোলা রয়েছে স্টুডিও পাড়া। কিন্তু বিধি, সতর্কতা মেনেই চলছে শুটিং।


সৌমিতৃষা ও তন্বী লাহা রায়ের শেয়ার করা ছবিতে সকলেরই মুখে মাস্ক দেখা গিয়েছে। মনোহরার হাঁড়ির আকারের কেক কেটে সেলিব্রেট করা হয়েছে ‘মিঠাই’ এর প্রথম জন্মদিন। ‘আই হেট সুইটস’ বলে নাক না কুঁচকে এদিন সৌমিতৃষার হাতের কেক খেয়েছেন আদৃতও। পাল্টা তিনিও খাইয়েছেন অনস্ক্রিন বৌকে।

https://www.instagram.com/p/CYUMYaqh7vp/?utm_medium=copy_link

এদিকে সিড মিঠাইয়ের ফ‍্যানপেজে দেখা গেল আরেক ছবি। মিঠাইয়ের লম্বা বিনুনি ধরে টান মারছে সিদ্ধার্থ। আর ছাড়ানোর জন‍্য প্রাণপণ চেষ্টা মিঠাইয়ের। কাণ্ড দেখে ‘সিধাই’ ভক্তদের দাবি, এই একটা দিন তো চুলোচুলি, খুনসুটিটা বন্ধ রাখতে পারতেন সৌমিতৃষা আদৃত। অনস্ক্রিনের মতো দুজনের অফস্ক্রিন জুটিও যে টম অ্যান্ড জেরির মতো তা এতদিনে সকলেই জেনে গিয়েছেন।

https://www.instagram.com/sidhaifcx/p/CYT8AK9MQCE/?utm_medium=copy_link

আদৃত সৌমিতৃষার চুল ধরে টানলে পাল্টা তিনিও ‘উচ্ছেবাবু’র গায়ে কিল বসিয়ে দেন। কিন্তু এই জুটিটাই সবথেকে প্রিয় দর্শকদের। নইলে কি আর এতদিন ধরে একটানা বাংলা সেরার খেতাব বজায় রাখতে পারে মিঠাই? সৌমিতৃষা ও তন্বীর ইউটিউব ভিডিওতেও তাই এই প্রিয় দর্শকদেরই ধন‍্যবাদ জানিয়েছেন সকলে। আবদার করেছেন, এই এক বছর যেমন ভাবে ভালবেসেছেন, তেমন ভাবেই ভালবেসে যেতে। তাহলে আরো অনেক বছর ধরে আনন্দ দিয়ে যাবে ‘মিঠাই’।

সম্পর্কিত খবর

X