‘সুখে দুখে মিষ্টি মুখে’ ২০০ পার, টিআরপি শীর্ষে থেকেই প্রথম মাইলফলক পেরোলো মিঠাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু থেকে এখনো পর্যন্ত টানা টিআরপি তালিকার শীর্ষে থেকে ঝোড়ো ব‍্যাটিং করে এসেছে ‘মিঠাই’ (mithai)। জি বাংলার এই সিরিয়াল প্রমাণ করে দিয়েছে কূটকাচালি না দেখিয়েই মিষ্টি প্রেমী বাঙালির মন জয় করে নেওয়া যায়। আর দেখতে দেখতে ২০০ পর্বের মাইল ফলকও পার করে দেওয়া যায়।

মিষ্টি মেয়ে মিঠাই আর ‘তেতো’ উচ্ছে বাবুর প্রেমে মজে রয়েছে আপামর বাঙালি। একের পর এক চমক আর জমাটি এপিসোড আসছে সিরিয়ালে। প্রথমে সিড মিঠাইয়ের ডিভোর্স, সে ডিভোর্স প্রায় হতে হতেও ভেস্তে গিয়ে হল কিনা ফুলশয‍্যা! আর এখন দাদাই ও হল্লা পার্টির সঙ্গে চ‍্যালেঞ্জ নিয়ে একের পর এক চমকে দেওয়ার কাণ্ড করছে সিড।


মিঠাইয়ের জন‍্য মাছ আনতে বাজার যাওয়া থেকে শুরু করে বউয়ের কথা শুনে মাথায় তেল ম‍্যাসাজ করে বাঙালি বাবু সাজা, সবই করেছে সিড। এদিকে সিডের ল‍্যাপটপে জল পড়ে খারাপ হয়ে যাওয়ায় মিঠাই গিয়ে সারিয়েও নিয়ে এসেছে সে ল‍্যাপটপ। উচ্ছেবাবুর অফিসের প্রোজেক্ট হাতছাড়া হতে দিতে সে কি পারে? এই ঘটনাই যে সিড মিঠাইকে অনেকটাই কাছে এনে দিয়েছে তা বলা বাহুল‍্য।

https://www.instagram.com/p/CR9FBTXhgzY/?utm_medium=copy_link

মোদক পরিবারের দুষ্টু মিষ্টি গল্পে, দর্শকদের ভালবাসায় ২০০ পর্ব পার করে ফেলেছে মিঠাই। এমন একটা সাফল‍্যে উদযাপন না করলে হয়? তাই শুটিং সেটেই ইয়া বড় কেক নিয়ে এসে হল গ্র‍্যান্ড সেলিব্রেশন। মোদক পরিবারের সব সদস‍্য, মিঠাইয়ের গোটা টিমকে যোগ দিতে দেখা গিয়েছে সেই সেলিব্রেশনে। কেকের উপর লেখা ছিল সিরিয়ালের ট‍্যাগলাইন ‘সুখে দুখে মিষ্টি মুখে’। গোটা টিম মিলে কাটা হয়েছে সেই কেক।


সোশ‍্যাল মিডিয়ায় সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা। ২০০ পর্ব উপলক্ষে সেটেই ব‍্যবস্থা হয়েছিল জমিয়ে খাওয়াদাওয়ার। সেই সবের ঝলক উঠে এসেছে সৌমিতৃষার ইনস্টা স্টোরিতে। মিঠাই পরিবারকে আদরে ভালবাসায় ভরিয়ে দিয়েছে দর্শকরা।

X