দু বছর পরেও দর্শকদের ভালবাসা একই রকম, গ্র্যান্ড সেলিব্রেশনে ‘মিঠাই’তে চমক অঙ্কুশের নাচ!

বাংলাহান্ট ডেস্ক: পায়ে পায়ে দু বছরে ‘মিঠাই’ (Mithai)। অন্য সিরিয়াল (Serial) গুলো যেখানে কয়েক মাস বা এক বছরেই টিআরপি খুইয়ে বিদায় নিচ্ছে, সেখানে মিঠাই একমাত্র পুরনো মেগা যা দু বছর পরেও সেরা দশে টিকে রয়েছে বহাল তবিয়তে। দর্শকরা আজও একই রকম ভালবাসা দেয় এই সিরিয়ালকে। মিঠাই চলে গিয়ে তার জায়গায় এসেছে মিঠি, গল্পেও এসেছে অনেক পরিবর্তন। কিন্তু মিঠাইয়ের প্রতি একটা টান রয়েই গিয়েছে দর্শকদের মধ্যে।

২০২১ এর ৪ ঠা জানুয়ারি জি বাংলায় পথচলা শুরু করেছিল মিঠাই। দেখতে দেখতে দু বছর পারও করে ফেলল সিরিয়ালটি। জনাইয়ের ময়রা বাড়ির মেয়ে মিঠাই আর কলকাতার ময়রা বাড়ির ছেলে সিদ্ধার্থ, দুজনের গল্প নিয়েই শুরু হয়েছিল সিরিয়াল। কলকাতায় মিষ্টি বিক্রি করতে এসে মনোহরার সকলের সঙ্গে আলাপ মিঠাইয়ের। তারপর পাকেচক্রে সিডের সঙ্গে বিয়ে।

Mithi mithai

মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ ডাকের জনপ্রিয়তার কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। মিঠাইয়ের নানান রান্না থেকে শুরু করে উচ্ছেবাবু মিষ্টি, উচ্ছেবাবু রোল, চিকেন এসেছে অনেক কিছুই। দর্শকদের অফুরন্ত ভালবাসায় ১০+ টিআরপি নিয়ে সবথেকে বেশি সময় ধরে বেঙ্গল টপার হওয়ার রেকর্ড গড়েছিল মিঠাই। বাংলা সিরিয়ালের ইতিহাসে এই মেগা অন্যতম মাইলস্টোন।

২০২৩ এর ৪ ঠা জানুয়ারি দু বছর পূর্ণ করল মিঠাই। সেই উপলক্ষে সেটেই গোটা টিম মিলে ধামাকাদার সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। তিন তিনটি কেক আনা হয়েছিল। অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরা মিলে কেক কেটে রীতিমতো হইহুল্লোড় করে সেলিব্রেট করা হয়েছে দু বছর পূর্তি। বিশেষ করে মিঠাই ওরফে সৌমিতৃষার পাশেই সিড ওরফে আদৃতকে দেখে উচ্ছ্বাস বাঁধ ভাঙার জোগাড় ‘সিধাই’ ভক্তদের।

https://www.instagram.com/p/Cm_0gpaB7DB/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CnBWSIIB9f7/?igshid=YmMyMTA2M2Y=

দু বছর পূর্তিতে সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমিতৃষা লিখেছেন, ‘হ্যাপি মিঠাই ডে! আপনাদের ভালবাসায় আমরা সফল ভাবে দু বছর কাটিয়েছি। আশীর্বাদ করুন, দোয়া করুন যাতে এভাবেই আমরা আরও পথ চলতে পারি। এই সাফল্যের অংশীদার আপনারাও। জয় গোপাল!’ সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন ‘তোর্সা’ তন্বী লাহা রায়ও। দু বছর ধরে একই রকম ভাবে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/Cm–GvILHeK/?igshid=YmMyMTA2M2Y=

এদিন আরো একটি চমক ছিল মিঠাই ভক্তদের জন্য। আজ অর্থাৎ ৫ জানুয়ারি মিঠাই পরিবারের সঙ্গে সেলিব্রেশনে যোগ দিতে আসছেন অঙ্কুশ হাজরা এবং সন্দীপ্তা সেন। সিরিয়ালে মনোহরায় পার্টির দৃশ্য দেখানো হয়েছে। সেখানেই হাজির হবেন দুই তারকা। মিঠির সঙ্গে নাচতেও দেখা যাবে অঙ্কুশকে। তাঁদের আসন্ন ওয়েব সিরিজ ‘শিকারপুর’ এর প্রোমোশনেই মিঠাইতে আসছেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর