টিআরপি বাড়াতে যা খুশি তাই? শ্বশুরের দ্বিতীয় বিয়ে দেখিয়ে ট্রোলড ‘মিঠাই’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেটা জল্পনাটা চলছিল সেটাই সত‍্যি হল। শ্বশুরের দ্বিতীয় বার বিয়ে দেখিয়ে দিল মিঠাইরানী (Mithai)। সমরেশের যে আরেকবার বিয়ের ট্র‍্যাক দেখানো হবে সিরিয়ালে সেটা গত কয়েকদিন ধরে স্পষ্টই বোঝা যাচ্ছিল। দর্শকরা খুব একটা খুশিও ছিলেন না এ বিষয়ে। এবার নতুন বিয়ের প্রোমো সামনে আসতেই ট্রোলড হল মিঠাই।

সপ্তাহ কয়েক আগে নতুন চরিত্রের এনট্রি হয়েছে মিঠাইতে। দাদাইয়ের বান্ধবী ললিতার মেয়ে অনুরাধার প্রবেশ ঘটেছে মোদক পরিবারে। বেশ কিছুদিন থেকে ছেলে মেয়ের ঝগড়া লাগিয়ে ললিতা ম‍্যাডাম তো বিদায় নিয়েছেন, কিন্তু মনোহরায় ঘন ঘন যাতায়াত শুরু হয়েছে তাঁর কন‍্যে অনুরাধার।


প্রথম থেকেই মোদক পরিবারের বড়বাবু অর্থাৎ সমরেশের সঙ্গে তার একটা ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হয়েছে। আর সেই বন্ধুত্ব চোখে পড়েছে সিড মিঠাইয়েরও। তারপর থেকেই একে অপরের অফিসে যাতায়াত, মোদক বাড়ির রথযাত্রায় যোগ দিয়ে আগ বাড়িয়ে ঘর সাজানো, এসব কিছুই চলছিল অনুরাধার।

তখন থেকেই দর্শকদের বদ্ধমূল ধারণা হয়েছিল সমরেশের সঙ্গেই অনুরাধার বিয়ের ট্র‍্যাক দেখানো হবে। তারপরেই দেখানো হল সমরেশ অসুস্থ হয়ে পড়ায় নিজে দায়িত্ব নিয়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় অনুরাধা। তারপরেই সিডের কাছে শ্বশুরমশাইয়ের দ্বিতীয় বিয়ের কথা পাড়ে মিঠাই।


ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে নতুন প্রোমো। বহুদিন পর মিঠাইয়ের নতুন প্রোমো দেখেও খুশি হতে পারেনি দর্শকরা। কারণ সেই প্রোমোতে দেখা যাচ্ছে, সমরেশ আর অনুরাধার রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে। তাতে হাসিমুখে হাজির সিদ্ধার্থও। নতুন শাশুড়ির উপরে যাতে নজর না লাগে তাই নিজের চোখের কাজল থেকেই টিপ পরিয়ে দেয় মিঠাই।

https://www.instagram.com/tv/Cfn3SsdFrfP/?igshid=YmMyMTA2M2Y=

নতুন প্রোমো নিয়ে ইতিমধ‍্যেই হাসাহাসি শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সিরিয়াল নির্মাতারাও পড়েছে ক্ষোভের মুখে। সিড মিঠাইয়ের সম্পর্কটা কোথায় ভালভাবে দেখাবে তা না, সমরেশের বিয়ে লাগিয়ে দিল! অনেকে এমন দাবিও করেছেন, অন‍্য সিরিয়াল বিয়ে দেখিয়ে বাংলা সেরা হচ্ছে বলে মিঠাইও একই পদ্ধতিতে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে।

X