মিঠাই এর ‘উচ্ছে বাবু’র শুভ জন্মদিন, জেনে নিন বাস্তবে ঠিক কেমন আদৃত রায়

বাংলাহান্ট ডেস্ক: আদৃত রায় (Adrit roy), বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতে থাকলেও সম্প্রতি ‘মিঠাই’ (mithai) সিরিয়ালের জন‍্য জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন। অভিনয় প্রতিভা দিয়ে খুব কম সময়ের মধ‍্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন সিদ্ধার্থ। আজ, ২৫ মে জন্মদিন আদৃতের। ২৯ এ পা দিলেন মিঠাইয়ের ‘উচ্ছে বাবু’।

ছোট থেকেই গানের দিকে আলাদা আকর্ষণ ছিল আদৃতের। লা মার্টেনিয়ার ফর বয়েজে পড়াকালীন মিউজিক‍্যাল থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। তারপর টেকনো ইন্ডিয়া কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি। প্রথমেই কিন্তু অভিনেতা হিসাবে নিজের কেরিয়ার শুরু করেননি আদৃত। ‘পোস্টার বয়েজ’ নামে একটি ব‍্যান্ডের লিড সিঙ্গার ছিলেন তিনি।

FB IMG 1621939985843
প্লেব‍্যাক সিঙ্গার হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদৃত। ‘৯ নং পেয়ারা বাগান লেন’ ছবিতে টাইটেল ট্র‍্যাকটি গেয়েছিলেন তিনি। তখন সাল ২০১৬। আদৃত নিজেও জানিয়েছিলেন অভিনেতা না হলে বিকল্প পেশা হিসাবে তাঁর প্রথম পছন্দ গায়ক। ২০১৮ তে ‘নূর জাহান’ ছবির হাত ধরে টলিউডে অভিষেক করেন আদৃত। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ছিল এটি। যোদ্ধা ছবিতে রাজের সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন আদৃত।

FB IMG 1621939840389
এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ছবিতে দেখা গিয়েছে আদৃতকে। অতি সম্প্রতি ‘লকডাউন’ ছবিতে অভিনয় করেছেন আদৃত। প্রকাশ‍্যে এসেছে তার প্রথম লুক। ‘মিঠাই’ এর মাধ‍্যমেই প্রথম টেলিভিশন দুনিয়ায় পা রাখলেন আদৃত। তাঁর কথায়, টেলিভিশন হোক বা বড় পর্দা চরিত্র ও কাহিনি পছন্দ হলেই তিনি হ‍্যাঁ করে দেন।

https://www.instagram.com/p/CPSlEiYhRSH/?utm_medium=copy_link

মিঠাই সিরিয়ালে তাঁর চরিত্রটি ‘উচ্ছে বাবু’ নামে জনপ্রিয় হয়েছে। আসলে সিদ্ধার্থ ময়রা বাড়ির ছেলে হয়েও মিষ্টি পছন্দ করে না বলে মিঠাই তাকে ওই নামে ডাকে। মজার ব‍্যাপার আদৃত বাস্তবেও মিষ্টি একেবারেই পছন্দ করেন না। তবে নিজের সিড-মিঠাইয়ের এই ঝাল-মিষ্টি সম্পর্ক যে এক্কেবারে হিট তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর