তুফান মেলকে দমানো কি অতই সহজ! ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এ জয়জয়কার ‘মিঠাই’ পরিবারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ অনেকদিন আগেই প্রকাশ‍্যে এসেছিল জি বাংলার (Zee Bangla) বহু প্রতীক্ষিত অ্যাওয়ার্ড শো ‘সোনার সংসার’ (Sonar Songsar Award) এর প্রোমো। অবশেষে শনিবার আয়োজিত হল এই অনুষ্ঠান। জি বাংলার অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া পেজ থেকে ইতিমধ‍্যেই ছোট ছোট ঝলক শেয়ার করা হয়েছে বিভিন্ন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের। যা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অনেকটাই।

এ বছরে বেশিরভাগ অ্যাওয়ার্ড কোন সিরিয়ালের ঝুলিতে যেতে পারে তা নিয়ে খুব একটা জল্পনার অবসর ছিল না। প্রায় এক বছর ধরে বাংলা সেরা থাকা ‘মিঠাই’ (Mithai) কার্যত ঝড় তুলে দিয়েছে শো তে। সেরা সিরিয়ালের তকমা তো পেয়েইছে, উপরন্তু সূত্রের খবর সেরা নায়ক ও নায়িকাও নাকি হয়েছেন আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু।


এদিন লাল টুকটুকে শাড়ি ব্লাউজ ও খোলা চুলে সেজেছিলেন সৌমিতৃষা ওরফে মিঠাই। অন‍্যদিকে নীল রঙের প‍্যান্ট স‍্যুটে ধরা দিলেন সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। গোটা মিঠাই টিম কার্যত জমিয়ে দিয়েছিল শো। তৃণমূল বিধায়ক মদন মিত্রের হাত থেকে পুরস্কার নিয়েছেন মিঠাইয়ের সর্বকনিষ্ঠ সদস‍্যা নীপা ওরফে ঐন্দ্রিলা সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ‍্যায়, পায়েল সরকার, অঙ্কুশ হাজরার মতো তারকারা।


রইল কিছু বিভাগের সেরার পুরস্কার প্রাপকদের তালিকা-

সেরা বউমা- যমুনা (যমুনা ঢাকি)

সেরা দেওর- সোম (মিঠাই)

সেরা বাবা ও মা- পারমিতা-অপূর্ব (কড়ি খেলা)

প্রিয় বউ- অপু ( অপরাজিতা অপু)
প্রিয় বর- দীপু ও সঙ্গীত (অপরাজিতা অপু ও যমুনা ঢাকি)
সেরা নায়ক- সিদ্ধার্থ (মিঠাই)
সেরা নায়িকা- সৌমিতৃষা (মিঠাই)

সেরা ধারাবাহিক- মিঠাই

উল্লেখ‍্য, এখনো পর্যন্ত প্রকাশ‍্যে আসা বিভাগগুলির মধ‍্যে কোনোটাতেই নাম দেখা যায়নি ‘এই পথ যদি না শেষ হয়’ এর সাত‍্যকি ঊর্মি জুটি ওরফে অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ‍্যায়ের। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ‘সর্মি’ জুটির অনুরাগীদের মধ‍্যে। এমনকি সোনার সংসার অ্যাওয়ার্ডের নাম বদলে ‘মিঠাই অ্যাওয়ার্ড’ করে দেওয়ারও কটাক্ষ শোনা গিয়েছে।

https://www.instagram.com/tv/CavB_4sB3wX/?utm_medium=copy_link

একা ‘এই পথ যদি না শেষ হয়’ না। উমা, সর্বজয়ার মতো অপেক্ষাকৃত পুরনো সিরিয়ালেরও এখনো পর্যন্ত কোনো বিভাগে নাম দেখা যায়নি। প্রসঙ্গত, সোনার সংসার অ্যাওয়ার্ড কবে সম্প্রচারিত হবে তা এখনো ঘোষনা করা হয়নি চ‍্যানেলের তরফে।

X