বাবার বিয়ে হতে না হতেই ভাই বা বোন আসছে সিডের! আবারো ট্রোলের শিকার ‘মিঠাই’

বাংলাহান্ট ডেস্ক: অদ্ভূত যুক্তিহীন গল্পের জন্য মাঝে মাঝেই ট্রোলের শিকার হয় বাংলা সিরিয়ালগুলি (Serial)। খুব কম সিরিয়ালই আছে যা নিয়ে কখনো হাসাহাসি হয়নি। সেদিক থেকে ‘মিঠাই’ (Mithai) ভক্তরা এতদিন বলতে পারতেন, ট্রোল হলেও আর পাঁচটা সিরিয়ালের তুলনায় কম অপদস্থ হতে হয় মোদক পরিবারকে। কিন্তু সেই জোরের জায়গাটা এখন আর নেই।

টিআরপি কমছে দ্রুত। সেই সঙ্গে পাল্লা দিয়ে মিঠাইয়ের গল্প নিয়েও হচ্ছে ট্রোল। আসল ট্র্যাক থেকেই নাকি বেরিয়ে গিয়েছে সিরিয়াল। মিঠাই সিডের গল্প ভুলে গাদাগুচ্ছের নতুন চরিত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ দাদাইয়ের ফুলশয্যা, কাল শ্বশুরের বিয়ে এই করেই চলছে। ফলতঃ টিআরপিও কমছে তড়তড়িয়ে।

Mithai
সদ্য মিঠাইতে দেখানো হয়েছে বিয়ের পর্ব। শ্বশুরের দ্বিতীয়বার বিয়ে দিয়েছে মিঠাই। পাত্রী দাদাইয়ের বান্ধবী ললিতা ম্যাডামের মেয়ে অনুরাধা। তিনি যেদিন থেকে পা রেখেছিলেন সিরিয়ালে, সেদিন থেকেই দর্শকদের বদ্ধমূল ধারণা হয়েছিল সমরেশের সঙ্গে অনুরাধার কোনো সম্পর্ক না হয়ে যায় না।

সেটাই হল শেষমেষ। রাতুল আর মিঠাইয়ের মাথাতেই প্রথমে আসে বুদ্ধিটা। তারাই বোঝায় সিড আর শ্রীতমাকে। শ্রীতমা সহজে বুঝে গেলেও সিদ্ধার্থ প্রথমটা মেনে নিতে চায়নি একেবারেই। তারপরে অবশ্য সেই বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। একেবারে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারতে দেখা গিয়েছে সমরেশ অনুরাধাকে।

Mithai sid
সন্তানরা যে বাবা মায়ের সুবিধা অসুবিধার ব্যাপারে খেয়াল রাখে সেই বার্তাটাই দেওয়া হয়েছে মিঠাইতে। কিন্তু দর্শকদের একাংশ এমন বিয়ে নিয়ে ট্রোল শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিও বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, অনুরাধা ম্যাডাম ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা। আর তার বেবিবাম্পে কান ঠেকিয়ে পরপর বসে রয়েছেন সমরেশ, মিঠাই, সিড, শ্রীতমা আর রাতুল।

https://www.instagram.com/p/CfwgH5BhGRL/?igshid=YmMyMTA2M2Y=

আসলে পুরো ব্যাপারটাই মজা করে বানানো হয়েছে। ‘বধাই হো’ ছবির পোস্টারের  উপরে মিঠাই চরিত্রদের মুখ বসানো হয়েছে। মিঠাই এর বহু ফ্যানপেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই কিছু পেজে শেয়ার করা হয়েছে এই হাস্যকর ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর