বাংলাহান্ট ডেস্ক: টিআরপি ক্রমেই কমছে। তবুও হেলদোল নেই সিরিয়াল (Bengali Serial) নির্মাতাদের। এখনো ছেলে বনাম মেয়েদের লড়াই নিয়েই ব্যস্ত ‘মিঠাই’ (Mithai)। জেদাজেদি আর ইগোর লড়াই বজায় রাখতে মেয়েদের দল রাতে গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরোবে বলে ঠিক করে। অন্যদিকে বদলা নিতে ছেলেরাও ঠিক করে তারা বাইক রেস করবে।
পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে দেখে ঝগড়া থামানোর এক উপায় খুঁজে বের করে মিঠাই। রুদ্রকে বলে কয়েকজন গুন্ডাকে সাজিয়ে নিয়ে আসে মিঠাই। তারা এসে পরিকল্পনা মতো অসভ্যতা শুরু করে মেয়েদের টিমের সঙ্গে। আর তখনি রাজপুত্রের মতো পক্ষীরাজ ঘোড়া থুড়ি বাইক ছুটিয়ে সেখানে এসে পৌঁছায় ছেলেরা।
সিড, রাতুল আর স্যান্ডি এসে সাজানো গুন্ডাদের মারধোর শুরু করে দেয়। পরে অবশ্য রুদ্র সমস্ত পরিকল্পনাটা জানায় ছেলেদের। প্রথমে একটু রাগারাগি হলেও পরে সবটা ঠিক হয়ে যায়। ঝগড়া থামিয়ে ভাব করে নেয় দুই পক্ষ। কিন্তু দর্শকরা অত সহজে মেনে নিতে পারেনি মিঠাইয়ের পরিকল্পনাকে।
প্রথমত সাজানো গুন্ডা দিয়ে এমন মিথ্যে বিপদের নাটক সমাজের কাছে কোন বার্তা দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। খবরে এখন নিত্যদিন শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা নাড়া দিয়ে যায়। সমস্ত জেনেশুনেও মিথ্যে মিথ্যে এই ধরণের বিপদের ঘটনা দেখানোর কি খুব দরকার ছিল?
দ্বিতীয়ত, মেয়েদের বিপদ থেকে বাঁচানোর জন্য ছেলেদের ছুটে আসা দেখেও বিরক্ত দর্শকরা। এতে কি মেয়েদের দুর্বল দেখানো হল না? উপরন্তু মেয়েদের পরিকল্পনা জানতে পেরে যেভাবে রাতুল আর সিড শ্রীতমা আর মিঠাইয়ের উপরে হম্বিতম্বি করল তাতে পুরুষের কর্তৃত্বকেই কি প্রশ্রয় দেওয়া হল না? প্রশ্ন দর্শকদের একাংশের।
এমনিতেই গত কয়েক দিন ধরে একঘেয়ে গল্প দেখে দেখে বিরক্ত দর্শকরা। সেকথা চ্যানেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কমেন্টগুলিতেই স্পষ্ট দেখা যায়। কিন্তু দর্শকদের আপত্তি কানে তোলেনি নির্মাতারা। ফলাফল স্পষ্ট টিআরপি তালিকায়। প্রথম থেকে সোজা তৃতীয় স্থানে নেমে গিয়েছে মিঠাই।